বাঁকুড়া জেলার মহিলাদের জন্য একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে। আনন্দধারা জেলা অফিসের পক্ষ থেকে প্রতি গ্রাম পঞ্চায়েতে একজন করে Business Development Support Provider নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র একটি গ্রামপঞ্চায়েতে আবেদন করা যাবে। নোটিশটির ব্যাপারে বিস্তারিত জেনে নিন।
Bankura Anandadhara District Office Recruitment 2021
নোটিশ নম্বর | 794/DRDC/BNK |
প্রতিষ্ঠানের নাম | District Mission Management Unit Bankura |
পোষ্ট | ১টি |
মোট শূন্যপদ | ১টি প্রতি গ্রাম পঞ্চায়েত |
Important Dates (গুরুত্বপূর্ণ তারিখ)
আবেদন প্রকাশিত হয়েছে | ২৪.১১.২০২১ |
আবেদন শুরু | ২৪.১১.২০২১ |
আবেদন শেষ | ০৮.১২.২০২১ |
Post Details (পদের ও শিক্ষাগত যোগ্যতা)
(১) বিজনেস ডেভলপমেন্ট সাপোর্ট প্রোভাইডার (business development support providers)
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো শাখা থেকে শুধু মাত্র গ্রাজুয়েশন পাশ করলেই আবেদন করা যাবে, কিন্তু বাণিজ্য বিভাগ নিয়ে পড়াশোনা করলে অগ্রাধিকার দেওয়া হবে। এর সাথে বাণিজ্য এবং অংক বিষয়ে জ্ঞান থাকতে হবে, সাথে স্থানীয় ভাষায় ধক্ষ হতে হবে।
- বেতন – ৩০০ টাকা প্রতিদিন,+TA
- শূন্যপদ – প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ১টি করে পদ আছে
Age Limit (বয়সসীমা)
২৫ থেকে ৪৫ বছরের মধ্যে যাদের বয়স আছে তারা আবেদন করতে পারবে। বয়সটি নির্ধারণ করা হবে ১.১.২০২১ তারিখ অনুযায়ী।
How to Apply (আবেদন পদ্ধতি)
অফলাইন ফর্ম ফিলাপ করে তার সঙ্গে জরুরি ডকুমেন্ট যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। যে ঠিকানায় পাঠাতে হবে সেটি হল- Project Director, Direct Rural Development, DRD Cell and Additional District Mission Director, district mission management unit, Chandmaridanga, Bankura 722101
যে যে ডকুমেন্টগুলি চাওয়া হয়েছে সেগুলি হল-
- ঠিকানার প্রমাণপত্র
- বয়সের প্রমাণপত্র
- শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র
- কম্পিউটার সার্টিফিকেট
- অভিজ্ঞতার সার্টিফিকেট
Application fees (আবেদন মূল্য) – কোনরকম আবেদন মূল্য চাওয়া হয়নি অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে আবেদনটি করা যাবে।
Selection Process (নিয়োগ পদ্ধতি)
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বাছাই করা হবে। স্থানীয় বাসিন্দা আবেদন করলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রচুর আবেদনপত্র জমা পড়লে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।
Important Links (প্রয়োজনীয় লিঙ্ক)
বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।