Assam Rifle-এর তরফ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের প্রার্থীরা আবেদন করতে পারবে। মোট ২১টি পদে নিয়োগ করা হবে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, যার মধ্যে কিছু পদে মাধ্যমিক পাশেও আবেদন করা যাবে। এখানে নোটিশটির ব্যাপারে বিস্তারিত জানানো হল, ইচ্ছুক প্রার্থীরা নোটিশটির ব্যাপারে বিস্তারিত ভাবে জেনে নিন-
Assam Rifles Recruitment 2021
নোটিশ নম্বর | 12016/Rect Branch/2021-22/656 |
প্রতিষ্ঠানের নাম | Assam Rifles |
পোষ্ট | ২১টি |
মোট শূন্যপদ | ১২৩০টি |
আবেদন প্রকাশিত হয়েছে | ১০.০৯.২০২১ |
আবেদন শুরু | ১১.০৯.২০২১ |
আবেদন শেষ | ২৫.১০.২০২১ |
Post Qualification (পদের ও শিক্ষাগত যোগ্যতা)
পদের নাম | যোগ্যতা |
---|---|
Male Safai | 10th Pass |
Masalchi (Male) | 10th Pass |
Cook (Male) | 10th Pass |
Barber (Male) | 10th Pass |
Female Safai | 10th Pass |
Pharmacist (Male/Female) | 12th Pass with Degree / Diploma in Pharmacy |
Veterinary Field Assistant (Male) | 12th Pass & 2-year Diploma in Veterinary Science with 1-year Experience |
X-Ray Assistant (Male) | 12th Pass with Diploma in Radiology |
Surveyor (Male) | 10th Pass & ITI Certificate In Surveyor Trade |
Plumber (Male) | 10th Pss & ITI Certificate In Plumber |
Electrician (Male) | 10th Pass & ITI certificate |
Upholster (Male) | 10th Pass & ITI Certification |
Vehicle Mechanic (Male) | 10th pass & ITI certificate |
Instrument Repair/ Mechanic (Male) | 12th Pass with ITI in Instrumentation |
Electrician Mechanic Vehicle (Male) | 10th Pass with ITI In Motor Mech |
Engineering Equipment Mechanic (Male) | 10th Pass with ITI In Mechanic |
Linemen Field (Male) | 10th Pass with ITI in Electrician |
Electrical Fitter Signal (Male) | 10th Pass |
Personal Assistant (Male & Female) | 12th Pass & Skill Test On Computer Dictation 10 Minutes 80 WPM and Transcription 50 Min in English & 65 Minutes in Hindi |
Clerk (Male & Female) | 12th Pass & English Typing with 35 WPM & Hindi Typing with 30 WPM |
Bridge & Road (Male & Female) | 10th Pass & have Diploma In Civil Engineering for Bridge |
Age Limit (বয়সসীমা)
পদের নাম | বয়সসীমা |
---|---|
Male Safai, Masalchi (Male), Cook (Male), Barber (Male) | 18 to 23 Years |
Female Safai | 18 to 25 Years |
Pharmacist (Male/Female) | 20 to 25 Years |
Veterinary Field Assistant (Male) | 21 to 23 Years |
X-Ray Assistant (Male) | 18 to 23 Years |
Surveyor (Male) | 20 to 28 Years |
Plumber (Male), Electrician (Male), Upholster (Male), Vehicle Mechanic (Male), Instrument Repair/ Mechanic (Male), Electrician Mechanic Vehicle (Male), Engineering Equipment Mechanic (Male), Linemen Field (Male), Electrical Fitter Signal (Male) | 18 to 23 Years |
Personal Assistant (Male & Female), Clerk (Male & Female) | 18 to 25 Year |
Bridge & Road (Male & Female) | 18 to 23 Years |
How to Apply (আবেদন পদ্ধতি)
সম্পূর্ণ অনলাইনে আবেদন করা যাবে। অফিশিয়াল ওয়েবসাইটে নোটিশটি পাওয়া যাবে, সেখান থেকে “online application” অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে প্রার্থীর সম্পর্কে জরুরী তথ্য দিয়ে আবেদন করা যাবে। আবেদনের সময় প্রার্থীর ফটো ও সিগনেচার চাওয়া হবে। সবকিছুর পরে আবেদন মূল্য দিলেই আবেদন পদ্ধতি সম্পূর্ণ হবে। আবেদন পদ্ধতি উপরে প্রার্থীদের আবেদনপত্রটি প্রিন্ট আউট বের করে নেওয়া জরুরী।
Application fees (আবেদন মূল্য) – জেনারেল/OBC প্রার্থীদের জন্য group-B পদের আবেদন মূল্য রাখা হয়েছে 200 টাকা এবং group-C পদের আবেদন মূল্য রাখা হয়েছে 100 টাকা। SC/ST/Female প্রার্থীদের জন্য কোন আবেদন মূল্য রাখা হয়নি।
Selection Process (নিয়োগ পদ্ধতি)
প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাটিতে পাশ করলে ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট নেওয়া হবে। এই টেস্টে পাশ করলে শেষে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন এর পরে লিখিত পরীক্ষা অনুযায়ী মেরিট লিস্ট বের করা হবে।
Important Links (প্রয়োজনীয় লিঙ্ক)
বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।