West Bengal WBMSC Recruitment 2021: West Bengal Medical Services Corporation Ltd.-এর অধীনে মোট ৬টি পদে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি পদে একাধিক শূন্য পদ আছে। এক বছরের চুক্তিতে নিয়োগ করা হচ্ছে। আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের 23 টি জেলার ছাত্রছাত্রীরা। বিস্তারিত জেনে নিন…
West Bengal WBMSC Recruitment 2021
নোটিশ নম্বর | HFW-27011/247/2021 |
প্রতিষ্ঠানের নাম | WEST BENGAL MEDICAL SERVICES CORPORATION LIMITED |
যোগ্যতা | গ্রাজুয়েশন |
চাকরির স্থান | পশ্চিমবঙ্গ |
পোষ্ট | ৬টি |
মোট শূন্যপদ | ১১টি |
Post Details (পদের ও শিক্ষাগত যোগ্যতা)
(১) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (assistant engineer)
শিক্ষাগত যোগ্যতা – সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট-এর জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে গ্রাজুয়েশন পাশ করতে হবে এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পদের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে গ্রাজুয়েশন পাশ করতে হবে। এর সাথে,
- 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- বেতন (Salary) – ৩৫,০০০ টাকা,
- শূন্যপদ (Vacancy) – ৩টি
(২) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার (Biomedical Engineer)
শিক্ষাগত যোগ্যতা – বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং অথবা বায়োমেডিকেল ইন্সট্রুমেন্টেশন নিয়ে MSC পাশ করলে আবেদন করা যাবে। সাথে
- 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- বেতন (Salary) – ৩৫,০০০ টাকা,
- শূন্যপদ (Vacancy) – ১টি
(৩) SAE (Civil, Electrical)
শিক্ষাগত যোগ্যতা – সিভিল এবং ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা পাশ করলে আবেদন করা যাবে। সাথে
- দু’বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- বেতন (Salary) – ২৫,০০০ টাকা,
- শূন্যপদ (Vacancy) – ৩টি
(৪) ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)
শিক্ষাগত যোগ্যতা – যেকোন শাখা থেকে শুধুমাত্র গ্রাজুয়েশন পাশ করলেই আবেদন করা যাবে। এর সাথে
- যেকোনো সরকারি অনুমোদিত সংস্থা থেকে ১ বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশন-এ ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
- বেতন (Salary) – ১৫,০০০ টাকা,
- শূন্যপদ (Vacancy) – ৪টি
Age Limit (বয়সসীমা)
Assistant Engineer ও Biomedical Engineer পদ্ধতির জন্য বয়সসীমা রাখা হয়েছে ৪০বছর অর্থাৎ ৪০ বছরের নিচে হলেই আবেদন করা যাবে। S.E.A. পদ্ধতির জন্য বয়সসীমা রাখা হয়েছে ৩৫ বছর। Data Entry Operator পদের জন্য বয়সসীমা রাখা হয়েছে ৩০ বছর। বয়স নির্ধারণ করা হবে ১.১২.২০২১ তারিখের ভিত্তিতে।
How to Apply (আবেদন পদ্ধতি)
অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। প্রথমেই রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর সেই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আবেদন করতে হবে।
ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন যে যে ডকুমেন্টগুলি নিয়ে যেতে হবে সেগুলি হল-
- পাসপোর্ট/আধার কার্ড/প্যান কার্ড/ড্রাইভিং লাইসেন্স
- মাধ্যমিকের সার্টিফিকেট
- কাস্ট সার্টিফিকেট
- কম্পিউটার সার্টিফিকেট
- অভিজ্ঞতার প্রমাণপত্র
Application fees (আবেদন মূল্য) – কোনরকম আবেদন মূল্য রাখা হয়নি। সম্পূর্ণ বিনামূল্যে আবেদনটি করা যাবে।
Selection Process (নিয়োগ পদ্ধতি)
প্রথমে আবেদনপত্র দেখে প্রার্থী বাছাই করা হবে। বাছাই করা প্রার্থীদের ইমেইলের মাধ্যমে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এই ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী বেছে নেওয়া হবে।
Important Dates (গুরুত্বপূর্ণ তারিখ)
আবেদন প্রকাশিত হয়েছে | ১০.১২.২০২১ |
আবেদন শুরু | ১৩.১২.২০২১ |
আবেদন শেষ | ২০.১২.২০২১ |
ইন্টারভিউয়ের দিন | উল্লেখ নেই |
Important Links (প্রয়োজনীয় লিঙ্ক)
Official Notice | Download Here |
Official Website | Click Here |
Apply Here | Click Here |
বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।
hi