মেদিনীপুর পৌরসভার অফিশিয়াল ওয়েবসাইটে একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে। যেখানে বলা হয়েছে অস্থায়ী চুক্তিতে কিছু কর্মী নিয়োগ করা হবে। মেদিনীপুর পৌরসভার অধীনে বসবাসকারী মহিলা প্রার্থী আবেদন করতে পারবে। সম্পূর্ণ ১ বছরের চুক্তিতে নিয়োগ করা হচ্ছে। ইচ্ছুক প্রার্থীরা নোটিশটির ব্যাপারে বিস্তারিত জেনে নিন।
Midnapore Municipality Health Honorary Worker Recruitment 2021
নোটিশ নম্বর | 8283/GA |
প্রতিষ্ঠানের নাম | Midnapore Municipality |
পোষ্ট | ১টি |
মোট শূন্যপদ | ৪টি |
Midnapore Municipality Recruitment Post Details (পদের ও শিক্ষাগত যোগ্যতা)
(১) স্বাস্থ্যকর্মী (Honorary health worker)
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো বোর্ডের অধীনে মাধ্যমিক বা তার সমতুল্য ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে। এছাড়া কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। উচ্চশিক্ষিত প্রার্থীরা আবেদন করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে তাদের নির্বাচন করা হবে মাধ্যমিকের রেজাল্ট অনুযায়ী।
- বেতন (Salary) – ৪৫,০০ টাকা,
- শূন্যপদ (Vacancy) – ৪টি
Midnapore Municipality Recruitment Age Limit (বয়সসীমা)
General প্রার্থীদের জন্য বয়সসীমা রাখা হয়েছে ৩০ থেকে ৪০ বছর পর্যন্ত। কিন্তু SC/ST/OBC প্রার্থীদের জন্য নূন্যতম বয়স মাটি ২২ বছর করা হয়েছে অর্থাৎ এই প্রার্থীরা ২২ বছর থেকে ৪০ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে।
Midnapore Municipality Recruitment How to Apply (আবেদন পদ্ধতি)
অফলাইন আবেদন ফর্ম ফিলাপ করে মেদনীপুর পৌরসভায় জমা দিয়ে আসতে হবে। আবেদন পত্রের সঙ্গে জরুরী ডকুমেন্টস চাওয়া হয়েছে, যেমন – শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, ঠিকানার প্রমাণ, প্রমাণ হিসেবে যুক্তিযুক্ত সার্টিফিকেট দিতে হবে। একসাথে প্রার্থীর বিবাহ সার্টিফিকেট, ডিভোর্স সার্টিফিকেট চাওয়া হয়েছে।
Application fees (আবেদন মূল্য) – কোনরকম আবেদন মূল্য রাখা হয়নি সম্পূর্ণ বিনামূল্যে আবেদনটি করা যাবে।
Midnapore Municipality Recruitment Selection Process (নিয়োগ পদ্ধতি)
পদটির জন্য নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করবে মেদিনীপুর পৌরসভার কার্যকর্তারা। প্রার্থী নির্বাচন করতে দুটি বিষয় দেখা হবে। প্রথমটি মাধ্যমিকের রেজাল্ট এবং দ্বিতীয়টি হল ইন্টারভিউয়ের পারফরম্যান্স। ৯০% নির্ভর করবে মাধ্যমিকের রেজাল্টের উপর এবং বাকি ১০% নির্ভর করবে প্রার্থীর ইন্টারভিউ এর পারফরমেন্সের উপর।
Midnapore Municipality Recruitment Important Dates (গুরুত্বপূর্ণ তারিখ)
আবেদন প্রকাশিত হয়েছে | ২৩.১১.২০২১ |
আবেদন শুরু | ২৪.১১.২০২১ |
আবেদন শেষ | ১৫.১২.২০২১ |
ইন্টারভিউয়ের দিন | উল্লেখ নেই |
Important Links (প্রয়োজনীয় লিঙ্ক)
বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।
Sir ami khub gorip chele amar akta job khub Darkar please 🙏🙏
amader website nojor rakho,, abossoi pabe,
Vill-baro dariton