মুর্শিদাবাদ জেলার অফিশিয়াল ওয়েবসাইট একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে বলা হয়েছে রূপসী বাংলা প্রকল্পের জন্য অস্থায়ী চুক্তিতে বেশ কিছু কর্মী নিয়োগ করা হবে। চাকরির জন্য আবেদন করতে পারবে যে কোন যোগ্য ভারতীয় নাগরিক, অর্থাৎ পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার ছাত্র-ছাত্রী আবেদন করতে পারবে। নোটিশটির ব্যাপারে বিস্তারিত জেনে নিন-
Murshidabad District Rupashree Prakalpa Recruitment 2021
নোটিশ নম্বর | 201/SW(KP)/21 |
প্রতিষ্ঠানের নাম | District Project Management Unit |
পোষ্ট | ২টি |
মোট শূন্যপদ | ৩৭টি |
Murshidabad District Rupashree Prakalpa Recruitment 2021 Important Dates (গুরুত্বপূর্ণ তারিখ)
আবেদন প্রকাশিত হয়েছে | ২৪.১১.২০২১ |
আবেদন শুরু | ২৪.১১.২০২১ |
আবেদন শেষ | ০৬.১২.২০২১ |
Murshidabad District Rupashree Prakalpa Recruitment 2021 Post Details (পদের ও শিক্ষাগত যোগ্যতা)
(১) অ্যাকাউন্ট্যান্ট (Accountant)
শিক্ষাগত যোগ্যতা – প্রথমত, বানিজ্য (Commerce) বিভাগ থেকে গ্রাজুয়েশন পাশ করতে হবে। সাথে কম্পিউটারে MS-Office, Tally জানতে হবে। অভিজ্ঞতা হিসেবে ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- বেতন (Salary) – ১৫,০০০ টাকা,
- শূন্যপদ (Vacancy) – ৬টি {UR-২, UR(E.C)-১, SC-১, ST-১, OBC-১)}
(১) ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)
শিক্ষাগত যোগ্যতা – প্রথমত, যেকোনো শাখা থেকে গ্রাজুয়েশন পাশ করলেই আবেদন করা যাবে। কম্পিউটারে MS-Office সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কম্পিউটার টাইপিং স্পিড(Typing Speed) 30 wpm চাওয়া হয়েছে। এছাড়া ন্যূনতম এক বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
- বেতন (Salary) – ৪৫,০০০ টাকা,
- শূন্যপদ (Vacancy) – ৩১টি
Murshidabad District Rupashree Prakalpa Recruitment 2021 Age Limit (বয়সসীমা)
দুটি পদের জন্য বয়সসীমা রাখা হয়েছে ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত। SC/ST প্রার্থীরা 5 বছরের এবং OBC প্রার্থীরা 3বছরের বয়সের ছাড় পাবে। রিটায়ার্ড প্রার্থীদের জন্য বয়সসীমা রাখা হয়েছে ৬৪ বছর।
Murshidabad District Rupashree Prakalpa Recruitment 2021 How to Apply (আবেদন পদ্ধতি)
আবেদন করার জন্য অফিশিয়াল নোটিশটির নিচে একটি আবেদন ফর্ম দেওয়া আছে সেটি ফিলাপ করে SDO অফিস জমা দিয়ে আসতে হবে। আবেদনপত্রের সঙ্গে যে যে ডকুমেন্টগুলি চাওয়া হয়েছে সেগুলি হল-
- মাধ্যমিকের এডমিট কার্ড
- ভোটার কার্ড/ আধার কার্ড/ রেশন কার্ড
- কম্পিউটার সার্টিফিকেট
- কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট
- পোস্টাল ষ্ট্যাম্প সহ দুটি খাম
- প্রার্থীর দুটি পাসপোর্ট ফটো
Application fees (আবেদন মূল্য) – কোনরকম আবেদন মূল্য রাখা হয়নি সম্পূর্ণ বিনামূল্যে আবেদনটি করা যাবে।
Murshidabad District Rupashree Prakalpa Recruitment 2021 Selection Process (নিয়োগ পদ্ধতি)
নিয়োগ পদ্ধতিতে প্রথমে District level Selection Committee-এর পক্ষ থেকে একটি পরীক্ষা নেওয়া হবে। এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের পর, চূড়ান্ত মেরিট লিস্ট বের করা হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের নম্বর অনুযায়ী। লিখিত পরীক্ষায় যে যে বিষয় থেকে প্রশ্ন আসবে সেগুলি হল-
অ্যাকাউন্ট্যান্ট (Accountant) পদের পরীক্ষায় (১) GK (২) কারেন্ট অ্যাফেয়ার্স (৩) পাটিগণিত, (৪) ইংরেজি (৫) হিসাববিজ্ঞান (Accountancy) (৬) মেন্টাল এবিলিটি, এই বিষয়গুলি থেকে ৫০ নম্বরের প্রশ্ন আসবে। কম্পিউটার টেস্ট ৪০ নম্বরের এবং ইন্টারভিউ ১০ নম্বরের নেওয়া হবে।
ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) পদের জন্য (১) GK (২) কারেন্ট অ্যাফেয়ার্স (৩) পাটিগণিত, (৪) ইংরেজি (৫) মেন্টাল এবিলিটি এই বিষয়গুলি থেকে ৪০ নম্বরের প্রশ্ন আসবে। কম্পিউটার টেস্ট ৫০ নম্বরের এবং ইন্টারভিউ ১০ নম্বরের নেওয়া হবে।
Murshidabad District Rupashree Prakalpa Recruitment 2021 Important Links (প্রয়োজনীয় লিঙ্ক)
বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।