উত্তর ২৪ পরগনা জেলায় নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। District Health & Family Welfare Samiti North 24 Parganas-এর তরফ থেকে নোটিশটি বের করা হয়েছে। সম্পূর্ণ অস্থায়ী চুক্তিতে Establishment of centre of excellence প্রজেক্টের অধীনে করোনা ভাইরাস মনিটর দপ্তরে চাকরি দেওয়া হবে। উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় পোস্টিং পাওয়া যাবে।
North 24 Pargana District Health & Family Welfare Samiti Recruitment 2021
নোটিশ নম্বর | CMOH/N24PGS/NHM/11087 |
প্রতিষ্ঠানের নাম | District Health & Family Welfare Samiti |
পোষ্ট | ২টি |
মোট শূন্যপদ | ২০টি |
Important Dates (গুরুত্বপূর্ণ তারিখ)
আবেদন প্রকাশিত হয়েছে | ২৪.১১.২০২১ |
আবেদন শুরু | ২৯.১১.২০২১ |
আবেদন শেষ | ০৯.১২.২০২১ |
Post Details (পদের ও শিক্ষাগত যোগ্যতা)
(১) ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)
শিক্ষাগত যোগ্যতা – প্রথমত, যেকোনো শাখা থেকে গ্রাজুয়েশন পাশ করতে হবে। গ্রাজুয়েশনের সঙ্গে ন্যূনতম ১ বছরের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। MS-word, Excel, point ইত্যাদি জানতে হবে। এর সাথে যেকোনো সরকারি দপ্তরে ৩ বছরের অথবা বেসরকারি দপ্তরে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- বেতন (Salary) – ১৩,৫৬০ টাকা,
- শূন্যপদ (Vacancy) – ১০টি
(১) কো-অর্ডিনেটর (Co-Ordinator)
শিক্ষাগত যোগ্যতা – প্রথমত, গ্রাজুয়েশনের পরে Health Care Management/ Hospital Administration বিষয় ডিপ্লোমা করতে হবে। কম্পিউটারে MS office সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এছাড়া ন্যূনতম দু’বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
- বেতন (Salary) – ৪৫,০০০ টাকা,
- শূন্যপদ (Vacancy) – ১০টি
Age Limit (বয়সসীমা)
দুটি পদের জন্য বয়সসীমা রাখা হয়েছে ২১ থেকে ৪০ বছর পর্যন্ত। বয়সের ছাড়ের সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।
How to Apply (আবেদন পদ্ধতি)
অনলাইনে আবেদন করতে হবে। আবেদনটি করতে হবে ডিসেম্বর মাসের ৯ তারিখের মধ্যে। আবেদনের পরে ভেরিফিকেশনের সময় কিছু ডকুমেন্ট চাওয়া হয়েছে সেগুলি হল-
- ঠিকানার প্রমাণপত্র হিসেবে আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স
- ফটো প্রমাণপত্র হিসেবে পাসপোর্ট/ভোটার কার্ড/আধার কার্ড/প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স
- কাস্ট সার্টিফিকেট
- মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের রেজাল্ট
- কম্পিউটার সার্টিফিকেট
- কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট
- No-Objection Certificate
আবেদন পত্র ফিলাপ করার জন্য www.north24parganashealth.org ওয়েবসাইটে ‘Recruitment’ অপশনে যেতে বলা হয়েছে। পরবর্তীকালে আবেদন সংক্রান্ত সমস্ত ব্যাপার জানানো হবে www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে।
Application fees (আবেদন মূল্য) – আবেদন মূল্য রাখা হয়েছে ১০০ টাকা। SC/ST/OBC প্রার্থীর জন্য আবেদ এর মূল্য আছে মাত্র ৫০ টাকা।
Selection Process (নিয়োগ পদ্ধতি)
অনলাইন আবেদন থেকে প্রার্থী বাছাই করা হবে। বাছাই করা প্রার্থীর ডকুমেন্ট ভেরিফিকেশন করে চাকরি দেওয়া হবে।
Important Links (প্রয়োজনীয় লিঙ্ক)
বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।