হুগলী জেলার মোট চারটি ব্লকে নতুন করে প্রচুর আশা কর্মী (Asha Karmi) নিয়োগ করা হচ্ছে। যেখানে বিবাহিত, বিধবা, এবং আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছেদ হয়েছে এমন মহিলারা আবেদন করতে পারবে। আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ এই চারটি ব্লকের মহিলারা আবেদন করতে পারবেন। নোটিশটির ব্যাপারে বিস্তারিত জেনে নিন –

হুগলী জেলার আশা কর্মী নিয়োগ ২০২১ মোট চারটি ব্লকে নিয়োগ করা হবে । Hooghly District Asha Karmi Recruitment 2021

Hooghly District Asha Karmi Recruitment 2021

নোটিশ নম্বর[1335/Con./Srp], [৬৬৭/C], [372/C/CHR], [৩২৫৬]
প্রতিষ্ঠানের নামSDO Office
পোষ্ট১টি
মোট শূন্যপদ১৬৪টি

Important Dates (গুরুত্বপূর্ণ তারিখ)

আবেদন প্রকাশিত হয়েছে২০.১১.২০২১
আবেদন শুরু২২.১১.২০২১
আবেদন শেষ১৩.১২.২০২১
ইন্টারভিউয়ের দিনউল্লেখ নেই

Hooghly Asha Karmi Post Details (পদের ও শিক্ষাগত যোগ্যতা)

(১) Asha karmi (আশা কর্মী)

শিক্ষাগত যোগ্যতা – যেকোনো বোর্ড থেকে শুধুমাত্র মাধ্যমিক বা তার সমতুল্য ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে। উচ্চশিক্ষিত প্রার্থীরাও আবেদন করতে পারে কিন্তু সে ক্ষেত্রে নিয়োগ করা হবে প্রার্থীর মাধ্যমিক যোগ্যতার ভিত্তিতে।

  • বেতন (Salary) –  ৪৫০০ টাকা,
  • শূন্যপদ (Vacancy) – ১৬৪টি (চারটে ব্লক মিলে)

যে যে ব্লকে নিয়োগ করা হচ্ছে – শ্রীরামপুর, আরামবাগ, চন্দননগর, সদর মহকুমা

Hooghly Asha Karmi Age Limit (বয়সসীমা)

General প্রার্থীরা ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। SC/ST/OBC প্রার্থীরা ২২ বছর থেকে ৪০ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে।

How to Apply for Hooghly Asha Karmi (আবেদন পদ্ধতি)

অফলাইন ফর্ম ফিলাপ করে যে ব্লকে আবেদন করা হচ্ছে সেই ব্লকের BDO অফিসে আবেদনপত্র জমা দিয়ে আসতে হবে। প্রার্থীদের সুবিধার জন্য নিচে আবেদন ফর্মটি দেওয়া রইল। আবেদনপত্রের সঙ্গে কিছু প্রমানপত্র চাওয়া হয়েছে, সেগুলি হল-

  • জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড
  • ঠিকানার প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড অথবা রেশন কার্ড
  • কাস্ট সার্টিফিকেট
  • মাধ্যমিকের রেজাল্ট
  • উপরিউক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড ১ ও গ্রেড ২ স্বনির্ভর গোষ্ঠী ভুক্ত সদস্য।
  • প্রার্থীর দু কপি রঙিন ফটো।

Application fees (আবেদন মূল্য) – কোনরকম আবেদন মূল্য লাগবেনা সম্পূর্ণ বিনামূল্যে আবেদনটি করা যাবে।

Selection Process of Hooghly Asha Karmi (নিয়োগ পদ্ধতি)

মাধ্যমিকের রেজাল্ট অনুযায়ী প্রার্থী বাছাই করা হবে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয় নেওয়ার পর যোগ্য প্রার্থীদের লিস্ট বের করা হবে।

Official Notice
Official Website
Application Form

বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।

Nilanjan Bhadra
City College থেকে B.Com পাশ করেছি। স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়ানোর অভিজ্ঞতা আছে।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here