ইতিমধ্যে বেরিয়ে গেছে মুর্শিদাবাদ জেলার খাদ্য দপ্তর থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি। Office Of the District Controller Food and Supplies-এর অধীনে একাধিক কর্মী নিয়োগ করা হবে। সম্পূর্ণ অস্থায়ী চুক্তিতে নিয়োগ করা হবে, ন্যূনতম ৬ মাসের চুক্তিতে নিয়োগটি করা হচ্ছে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা নোটিশটির ব্যাপারে বিস্তারিত জেনে নিন –

Murshidabad district controller food and suppliers recruitment 2021

Murshidabad district controller food and suppliers recruitment 2021

নোটিশ নম্বর2403/DCFS/MSD/2021
প্রতিষ্ঠানের নামOffice Of the District Controller Food and Supplies
পোষ্ট১টি
মোট শূন্যপদ৪০টি
আবেদন প্রকাশিত হয়েছে২৫.১০.২০২১
আবেদন শুরু২৫.১০.২০২১
আবেদন শেষ৩০.১০.২০২১

Post Qualification (পদের ও শিক্ষাগত যোগ্যতা)

(১) Data Entry Operator

শিক্ষাগত যোগ্যতা – যেকোনো বোর্ড থেকে শুধুমাত্র গ্রাজুয়েশন পাশ করলেই আবেদন করা যাবে। এর সাথে কম্পিউটার জানতে হবে। MS Word-এর সঙ্গে কম্পিউটার Typing Test 30 WPM থাকতে হবে।

  • বেতন –  ১৩,৩০০ টাকা,
  • শূন্যপদ – ৪০টি (UR- ১৯, SC- ৯, ST-৩, OBC- ৮, EWS- ১)

Age Limit (বয়সসীমা)

১৮ থেকে ৪০ বছরের মধ্যে যাদের বয়স তারা এই পদে আবেদন করতে পারবে। SC/ST/PWD প্রার্থীদের ক্ষেত্রে ৫ বছর এবং OBC প্রার্থীদের জন্য ৩ বছরের বয়সের ছাড় আছে। 

How to Apply (আবেদন পদ্ধতি)

মোট পাঁচটি সাব ডিভিশনে আলাদাভাবে নিয়োগ করা হচ্ছে। প্রতিটি ক্ষেত্রেই নির্দিষ্ট ইমেইলের মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইন ফর্ম ডাউনলোড করে সেটি ফিলাপ করে নির্দিষ্ট ইমেইল একাউন্টে পাঠাতে হবে। আবেদন ফর্ম-এর সঙ্গে নিম্নলিখিত ডকুমেন্টগুলি পাঠাতে হবে সেগুলি হল-

  • মাধ্যমিক এডমিট কার্ড
  • বাসস্থানের প্রমাণপত্র
  • কম্পিউটার শিক্ষার সার্টিফিকেট
  • এক্সপেরিয়েন্স সার্টিফিকেট
  • প্রার্থীর দুটি ছবি

যে ইমেইল একাউন্টে পাঠাতে হবে সেটি হল-

MURSIDABAD FOOD CORPORATION EMAIL ID

Application fees (আবেদন মূল্য) – কোনরকম আবেদন মূল্য লাগবেনা। সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করা যাবে।

Selection Process (নিয়োগ পদ্ধতি)

প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে একটি ৪০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা দিতে মোট পাঁচটি বিষয় থেকে প্রশ্ন আসবে। বিষয় গুলি হল- জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজিনিং, পাটিগণিত এবং ইংলিশ।

পরীক্ষার্থীর রেজাল্ট অনুযায়ী প্রার্থী বাছাই করা হবে পরবর্তী পরীক্ষার জন্য। বাছাই প্রার্থীদের কম্পিউটার স্কিল টেস্ট নেওয়া হবে। এই কম্পিউটার টেস্টের জন্য বরাদ্দ আছে 50 নম্বর। 

কম্পিউটার টেস্টের পরে 10 নম্বরের একটি ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউয়ের দিন প্রার্থীদের জরুরি ডকুমেন্টের নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই তিনটি পরীক্ষার নম্বর যোগ করে চূড়ান্ত মেরিট লিস্ট বের করা হবে। এই চূড়ান্ত মেরিট লিস্ট এর মধ্যে প্রথম 40 জনকে চাকরির সুযোগ দেওয়া হবে।

Official Notice
Official Website
Official Notice

বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।

Nilanjan Bhadra
City College থেকে B.Com পাশ করেছি। স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়ানোর অভিজ্ঞতা আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here