সেপ্টেম্বর মাসের ২০ তারিখে পানিহাটি পৌরসভার অফিসিয়াল ওয়েবসাইটে একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে ১০০টিরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। পানিহাটি পৌরসভা মহিলা বাসিন্দারা আবেদন করতে পারবে। এক বছরের অস্থায়ী যুক্তিতে নিয়োগ করলেও পরবর্তীকালে এই চুক্তি বাড়ানোর কথাও উল্লেখ আছে নোটিশটিতে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা নোটিশটির ব্যাপারে বিস্তারিত জেনে নিন –
Panihati Municipality Recruitment 2021
নোটিশ নম্বর | PM/Genl/Health/2021 /137 |
প্রতিষ্ঠানের নাম | Panihati Municipality |
পোষ্ট | ১টি |
মোট শূন্যপদ | ১৭০টি |
আবেদন প্রকাশিত হয়েছে | ২০.০৯.২০২১ |
আবেদন শুরু | ২০.০৯.২০২১ |
আবেদন শেষ | ২৬.১০.২০২১ |
Post Qualification (পদের ও শিক্ষাগত যোগ্যতা)
(১) Honorary Health Workers
শিক্ষাগত যোগ্যতা – শুধুমাত্র মাধ্যমিক অথবা তার সমতুল্য ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে। উচ্চশিক্ষিত প্রার্থীরাও এই পদের জন্য আবেদন করতে পারবে কিন্তু সেক্ষেত্রে প্রার্থী বাছাই করা হবে তাদের মাধ্যমিক পরীক্ষার নম্বর অনুযায়ী।
- বেতন – ৪,৫০০ টাকা
- শূন্যপদ – ১৭০টি
Age Limit (বয়সসীমা)
৩০ থেকে ৪০ বছরের মধ্যে যাদের বয়স হয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবে। SC/ST/OBC প্রার্থীদের ক্ষেত্রে বয়সি মাটি রাখা হয়েছে ২২ থেকে ৪০ বছর পর্যন্ত।
How to Apply (আবেদন পদ্ধতি)
অফলাইন ফর্ম ফিলাপ-এর মাধ্যমে আবেদন করা যাবে। ইচ্ছুক প্রার্থীরা পানিহাটি পৌরসভা অফিশিয়াল ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করে, তার সঙ্গে জরুরি ডকুমেন্টগুলি সেল্ফ অ্যাটেস্টেড করে একটি মুখ বন্ধ খামে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। যে ঠিকানায় পাঠাতে হবে সেটি হল-
the Commissioner of the Municipal Corporation (for Municipal Corporation) or Chairperson / Chairperson Board of Administrators / Administrator / Executive Officer of the ULB
যে যে ডকুমেন্টগুলি পাঠাতে হবে সেগুলি হল-
- মাধ্যমিকের এডমিট কার্ড
- বাসস্থানের প্রমাণপত্র
- মাধ্যমিকের রেজাল্ট
- কাস্ট সার্টিফিকেট
- ম্যারেজ সার্টিফিকেট
- স্বামীর ডেথ সার্টিফিকেট, ইত্যাদি
Application fees (আবেদন মূল্য) – কোন আবেদন মূল্য চাওয়া হয়নি, সম্পূর্ণ বিনামূল্যে আবেদনটি করা যাবে।
Selection Process (নিয়োগ পদ্ধতি)
প্রথমে মাধ্যমিকের নম্বর দেখে প্রার্থী বাছাই করা হবে। মোট ১৭০০ জনকে বাছাই করা হবে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। নিয়োগ প্রক্রিয়ার ৯০% গুরুত্ব থাকবে মাধ্যমিকের রেজাল্ট এবং বাকি ১০% গুরুত্ব দেওয়া হবে ইন্টারভিউয়ের উপর।
Important Links (প্রয়োজনীয় লিঙ্ক)
বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।