উত্তর দমদম মিউনিসিপ্যালিটির অফিশিয়াল ওয়েবসাইট একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে বলা হয়েছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ৪টি পদে একাধিক শূন্যপদ আছে। West Bengal municipality employees rules-এর নিয়ম মেনে নিয়োগটি করা হয়েছে। এই নোটিশটির ব্যাপারে আজ আলোচনা করবো, ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা নোটিশটির ব্যাপারে বিস্তারিত জেনে নিন –

North Dum Dum Municipality Recruitment 2021

North Dum Dum Municipality Recruitment 2021

উত্তর দমদম মিউনিসিপ্যালিটি অফিশিয়াল ওয়েবসাইটে গেলেই এই নোটিশটি পাওয়া যাবে।

নোটিশ নম্বরNDDM/ESTT/4517
প্রতিষ্ঠানের নামNorth dumdum municipality
পোষ্ট৪টি
মোট শূন্যপদ৫৬টি
আবেদন প্রকাশিত হয়েছে১৫.০৯.২০২১
আবেদন শুরু১৬.০৯.২০২১
আবেদন শেষ৩০.১০.২০২১
পরীক্ষার তারিখপরে জানানো হবে

Post Qualification (পদের ও শিক্ষাগত যোগ্যতা)

(১) Mazdoor

শিক্ষাগত যোগ্যতা – সরকারি অনুমোদিত যেকোনো বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করা যাবে, সাথে প্রার্থীদের বাংলা অথবা নেপালি জানতে হবে। খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়া হবে।

  • বেতন – ১৭,০০০ টাকা
  • শূন্যপদ – ৩৭টি 

(২) Peon

শিক্ষাগত যোগ্যতা – সরকারি অনুমোদিত যেকোনো বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করা যাবে, সাথে প্রার্থীদের বাংলা অথবা নেপালি জানতে হবে। খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়া হবে।

  • বেতন – ১৭,০০০ টাকা
  • শূন্যপদ – ৯টি

 (৩) Helper

শিক্ষাগত যোগ্যতা – সরকারি অনুমোদিত যেকোনো বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করা যাবে, সাথে প্রার্থীদের বাংলা অথবা নেপালি জানতে হবে। খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়া হবে।

  • বেতন – ১৭,০০০টাকা
  • শূন্যপদ – ৯টি

(৪) Ambulance Attendant

শিক্ষাগত যোগ্যতা – সরকারি অনুমোদিত যেকোনো বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করা যাবে, সাথে প্রার্থীদের বাংলা অথবা নেপালি জানতে হবে। খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়া হবে।

  • বেতন – ১৭,০০০টাকা
  • শূন্যপদ – ১টি

Age Limit (বয়সসীমা)

১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে যাদের বয়স তারা আবেদন করতে পারবে। OBC প্রার্থীরা ৩ বছর এবং SC/ST প্রার্থীরা ৫ বছর বয়সে ছাড় পাবে।  

How to Apply (আবেদন পদ্ধতি)

অফলাইনে আবেদন করা যাবে। ইচ্ছুক প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট দেওয়া ফর্মটি ফিলাপ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। একটি মুখবন্ধ খামে ফর্মটির সাথে নিম্নলিখিত ডকুমেন্টগুলি সেল্ফ অ্যাটেস্টেড করে পাঠাতে হবে।

  • প্রার্থীর একটি রঙিন পাসপোর্ট ছবি
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • বয়সের প্রমাণপত্র
  • কাস্ট সার্টিফিকেট
  •  আবেদন মূল্য দেওয়ার প্রমাণপত্র, ইত্যাদি

যে ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে সেটি হল- THE CHAIRPERSON,BOARD OF ADMINISTRATOR, NORTH DUM DUM MUNICIPALITY,163, M.B.ROAD, BIRATl, KOLKATA-700

Application fees (আবেদন মূল্য) – জেনারেল/OBC প্রার্থীদের জন্য ২৫০টাকা আবেদন মূল্য রাখা হয়েছে। SC/STপ্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদন মূল্য আছে। আবেদন মূল্যটি Bank Demand Draft মাধ্যমে দেওয়া যাবে।

Selection Process (নিয়োগ পদ্ধতি)

প্রথমে একটি লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। পরীক্ষা এবং ইন্টারভিউয়ের তারিখ এখনো বলা হয়নি। বিস্তারিত জানতে নর্থ দমদম মিউনিসিপ্যালিটি অফিশিয়াল ওয়েবসাইট খোঁজ রাখার কথা বলা হয়েছে।

Official Notice
Official Website
Apply Here

বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।

Nilanjan Bhadra
City College থেকে B.Com পাশ করেছি। স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়ানোর অভিজ্ঞতা আছে।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here