কেন্দ্রীয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে ভারতের যেকোনো জায়গা থেকে আবেদন করা যাবে। দু’বছরের অস্থায়ী চুক্তিতে নিয়োগ করা হচ্ছে কিন্তু পরবর্তী কালে পদটি স্থায়ী করার কথা বলা হয়েছে ডিপার্টমেন্ট থেকে। উত্তরপ্রদেশের Lucknow শহরে পোষ্টিং দেওয়া হবে। পশ্চিমবঙ্গের ২৩টি জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, নোটিশটির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হল –

প্রতিষ্ঠানের নামIncome Tax Department
পোষ্ট৩টি
মোট শূন্যপদ২৮টি
income tax recruitment 2021 on sports quota
আবেদন প্রকাশিত হয়েছে১০.০৮.২০২১
আবেদন শুরু১০.০৮.২০২১
আবেদন শেষ৩০.০৯.২০২১

পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা

(১) ইন্সপেক্টর অফ ইনকাম-ট্যাক্স

শিক্ষাগত যোগ্যতা – যেকোনো শাখা থেকে গ্রাজুয়েশন পাশ করলেই এই পদে আবেদন করা যাবে। সঙ্গে যেকোনো খেলায় ন্যাশনাল/স্টেট খেলার স্পোর্টস সার্টিফিকেট থাকতে হবে।

বেতন – ৪৪,৯০০-১,৪২,৪০০ টাকা, শূন্যপদ – ৩টি

(২) ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট

শিক্ষাগত যোগ্যতা – যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাশ করলেই আবেদন করা যাবে। সাথে ঘন্টায় ৮০০০ Data Entry করার স্পিড চাওয়া হয়েছে। সঙ্গে যেকোনো খেলায় ন্যাশনাল/স্টেট খেলার স্পোর্টস সার্টিফিকেট থাকতে হবে।

বেতন – ২৫,৫০০-৮১,১০০ টাকা, শূন্যপদ – ১৩টি

(৩) মাল্টিটাস্কিং স্টাফ (MTS)

শিক্ষাগত যোগ্যতা – দেশের যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ করলেই এই পদে আবেদন করা যাবে। সঙ্গে যেকোনো খেলায় ন্যাশনাল/স্টেট খেলার স্পোর্টস সার্টিফিকেট থাকতে হবে।

বেতন – ১৮,০০০-৫৬,৯০০ টাকা, শূন্যপদ – ১২টি

যে যে স্পট গুলিতে আবেদন করা যাবে সেগুলি নিচে দেয়া রইল – 

income tax recruitment sports quota

বয়সসীমা

ইনকামট্যাক্স ইন্সপেক্টর-এর জন্য বয়সসীমা রাখা হয়েছে ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত। এবং বাকি পদের জন্য বয়সসীমা রাখা হয়েছে ১৮ থেকে ২৭ বছর পর্যন্ত। SC/ST/PWD প্রার্থীদের জন্য ১০ বছর এবং OBC প্রার্থীর জন্য ৫ বছর বয়সে ছাড় আছে।

আবেদন পদ্ধতি

ইচ্ছুক প্রার্থীরা অফলাইনে আবেদন করতে পারবে। আবেদন ফর্ম ফিলাপ করে নির্দিষ্ট ঠিকানায় ৩০শে আগস্ট-এর মধ্যে পাঠাতে হবে। নর্থইস্ট, আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ, জম্মু-কাশ্মীর এবং কেরালা রাজ্য থেকে প্রার্থীরা ৮ই সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে। প্রার্থীদের সুবিধার্থে নিচে অফিশিয়াল নোটিফিকেশন-এর সঙ্গে দেওয়া আবেদন ফর্মটি দেওয়া আছে। যে ঠিকানায় পাঠাতে হবে সেটি হল- 

Income tax Officer (Hq)(Admin), Principal Chief Commissioner of income tax , UP(east) Aykar Bhawan, 5- Ashok Marg, Lucknow- 226001

আবেদনপত্রের সাথে যে যে ডকুমেন্টগুলি দিতে হবে সেগুলি হল-

(১) মাধ্যমিক পাশ সার্টিফিকেট

(২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট

(৩) স্পট সার্টিফিকেট

(৪) আধার কার্ড

(৫) কাস্ট সার্টিফিকেট

আবেদন মূল্য – কোন আবেদন মূল্য চাওয়া হয়নি, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করা যাবে।

নিয়োগ পদ্ধতি

সম্পূর্ণ মেরিট হিসেবে নিয়োগ করা হবে, নিয়োগের আগে প্রার্থীর শুধুমাত্র একটি ইন্টারভিউ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

প্রয়োজনীয় লিঙ্ক

Official Notice
Official website

বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।

Nilanjan Bhadra
City College থেকে B.Com পাশ করেছি। স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়ানোর অভিজ্ঞতা আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here