ঝাড়গ্রামের “ডিস্ট্রিক হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি”( District Health and Family Welfare Samiti)-এর তরফ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে মোট ৮টি পদে নিয়োগ করা হচ্ছে। Covid-19 জন্য সম্পূর্ণ অস্থায়ী চুক্তিতে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। ঝাড়গ্রামের COVID-19 হাসপাতলে, দু মাসের চুক্তিতে নিয়োগটি করা হবে। নোটিশটির ব্যাপারে বিস্তারিত জেনে নিন-
প্রতিষ্ঠানের নাম | District Health and Family Welfare Samiti |
পোষ্ট | ৮টি |
মোট শূন্যপদ | ৪৮টি |
নোটিশ নম্বর | DH&F-WS /IGMr/2021/ 1548 |
নোটিশ প্রকাশিত হয়েছে | ২৯.০৭.২০২১ |
আবেদন শুরু | ২৯.০৭.২০২১ |
আবেদন শেষ | ৯.০৮.২০২১ |
পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা
(১) ল্যাবরেটরি টেকনিশিয়ান
শিক্ষাগত যোগ্যতা – ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং অংকের সাথে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে, সাথে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে (BMLT) ডিগ্রী থাকতে হবে। এছাড়া কম্পিউটার, MS Office জানতে হবে।
বেতন – ১৭,২২০ টাকা, শূন্যপদ – ১টি
(২) ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান
শিক্ষাগত যোগ্যতা – ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং অংকের সাথে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে, সাথে দু’বছরের ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি নিয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে অথবা ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি বিষয় নিয়ে গ্রাজুয়েশন পাশ করতে হবে।
বেতন – ১৭,২২০ টাকা, শূন্যপদ – ২টি
(৩) স্টাফ নার্স
শিক্ষাগত যোগ্যতা – পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের অন্তর্গত যেকোন প্রতিষ্ঠান থেকে GNM Nursing পাশ করলেই আবেদন করা যাবে।
বেতন – ১৭,২২০ টাকা, শূন্যপদ – ২৯টি
(৪) মেডিকেল অফিসার
শিক্ষাগত যোগ্যতা – General Duty এর জন্য শুধু MBBS পাশ করলেই আবেদন করা যাবে। এছাড়া আরো চারটি বিভাগে নিয়োগ করা হবে যার নূন্যতম যোগ্যতা রাখা হয়েছে MBBS পাশ সাথে নির্দিষ্ট বিষয়ে সার্টিফিকেট চাওয়া হয়েছে, যেমন- CCU/HDU ট্রেনিং, MD ট্রেনিং, PG ট্রেনিং।
বেতন – ৪০,০০০ এবং কিছু পদের জন্য ৫০,০০০ টাকা, মোট শূন্যপদ – ১৬টি
বয়সসীমা
ল্যাবরেটরি টেকনিশিয়ান | ২১ থেকে ৪০ |
ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান | ২১ থেকে ৩৯ |
স্টাফ নার্স | ১৮ থেকে ৪০ |
মেডিকেল অফিসার | পদগুলির জন্য ৬০ বছর বয়সসীমা রাখা হয়েছে |
আবেদন পদ্ধতি
অনলাইনে ৯.০৮.২০২১ তারিখের মধ্যে, ইমেইল(E-mail)-এর মাধ্যমে আবেদন করতে হবে। ইচ্ছুক প্রার্থীদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করে স্ক্যান করতে হবে, সাথে জরুরি ডকুমেন্ট স্ক্যান করে পাঠাতে হবে। ডকুমেন্ট গুলি হল-
(১) Admit of Madhyamik
(২) Voter / Aadhar card
(৩) All Marksheets
(৪) All Certificates
যে ইমেইল এর আবেদন পাঠাতে হবে সেটি হল – [email protected]
নিয়োগ পদ্ধতি
নিয়োগ করা হবে অ্যাকাডেমিক নম্বর এবং সার্টিফিকেট দেখে। আবেদনকারী প্রার্থীদের অ্যাকাডেমিক নম্বর দেখে মেরিট লিস্ট বার করা হবে। যেকোনো অনুসন্ধানের জন্য পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে বলা হয়েছে।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিশ | ক্লিক করুন |
অফিসিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।