পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে কলকাতা পুলিশে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। আগে এই নিয়োগ প্রক্রিয়াটি কলকাতা পুলিশের অধীনে করা হতো কিন্তু এই বছর থেকে সেটি কলকাতা পুলিশের অধীনে করা হবে। মোট তিনটি পদে একাধিক কর্মী নিয়োগ করা হবে। নোটিশটির ব্যাপারে বিস্তারিত জেনে নিন-
প্রতিষ্ঠানের নাম | ওয়েস্ট বেঙ্গল পুলিশ |
পোষ্ট | ৩টি |
মোট শূন্যপদ | ৩৩০টি |
নোটিশ নম্বর – 2021/21(SI_KP-21)
আবেদন প্রকাশিত হয়েছে – ১৬.০৭.২০২১
আবেদন শুরু – ১৯.০৭.২০২১
আবেদন শেষ – ১৯.০৮.২০২১
আবেদন মূল্য পাঠানোর শেষ -২১.০৮.২০২১
পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা
১) সাব ইন্সপেক্টর
শিক্ষাগত যোগ্যতা – যেকোন শাখা থেকে গ্রাজুয়েশন পাশ করলে আবেদন করা যাবে। এছাড়া বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে।
বেতন – ৩২,১০০ – ৮২,৯০০ (Level-10)
বয়সসীমা – ২০ থেকে ২৭ বছর পর্যন্ত বয়সের ছেলেরা আবেদন করতে পারবে। এছাড়া বাকি সরকারি পরীক্ষা যেমন বয়সের ছাড় থাকে সেরকমই বয়স ছাড় থাকবে।
২) সাব ইন্সপেক্ট্রেস (মহিলাদের জন্য)
শিক্ষাগত যোগ্যতা – যেকোন শাখা থেকে গ্রাজুয়েশন পাশ করলে আবেদন করা যাবে। এছাড়া বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে।
বেতন – ৩২,১০০ – ৮২,৯০০ (Level-10)
বয়সসীমা – ২০ থেকে ২৭ বছর পর্যন্ত বয়সের মেয়েরা আবেদন করতে পারবে। এছাড়া বাকি সরকারি পরীক্ষা যেমন বয়সের ছাড় থাকে সেরকমই বয়স ছাড় থাকবে।
৩) সার্জেন্ট
শিক্ষাগত যোগ্যতা – যেকোন শাখা থেকে গ্রাজুয়েশন পাশ করলে আবেদন করা যাবে। এছাড়া বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে।
বেতন – ৩২,১০০ – ৮২,৯০০ (Level-10)
বয়সসীমা – ২০ থেকে ২৭ বছর পর্যন্ত বয়সের ছেলেরা আবেদন করতে পারবে। এছাড়া বাকি সরকারি পরীক্ষা যেমন বয়সের ছাড় থাকে সেরকমই বয়স ছাড় থাকবে
শূন্যপদ
১) সাব ইন্সপেক্টর – ১৮১ টি (UR- ১০১টি, SC- ৪১টি, ST- ৯টি, OBC(A)- ১৯টি OBC(B)- ১১টি )
২) সাব ইন্সপেক্ট্রেস – ২৭ টি (UR- ১০টি, SC- ১০টি, ST- ২টি, OBC(A)- ২টি OBC(B)- ৩টি )
৩) সার্জেন্ট – ১২২ টি (UR- ৬০টি, SC- ১৬টি, ST- ২৫টি, OBC(A)- ১২টি OBC(B)- ৯টি )
আবেদন পদ্ধতি
সম্পূর্ণ অনলাইনে, পশ্চিমবঙ্গ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। ওয়েবসাইটে গিয়ে Recruitment অপশনে ক্লিক করলে নোটিশটি দেখা যাবে এবং সেখানেই আবেদন করার লিংক দেওয়া আছে।
আবেদন মূল্য – General / OBC প্রার্থীদের জন্য ২৫০ টাকা আবেদন মূল্য রাখা হয়েছে সাথে ২০ টাকা প্রসেসিং-ফি দিতে হবে। SC/ST/PWD এবং প্রার্থীদের কোন আবেদন মূল্য দিতে হবে না, শুধু প্রসেসিং-ফি হিসাবে ২০ টাকা দিতে হবে।
নিয়োগ পদ্ধতি
প্রার্থী বাছাইয়ের জন্য নিয়োগ প্রক্রিয়াটি পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে।
১) প্রথমে একটি ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে, সময়সীমা থাকবে ৯০ মিনিট। পরীক্ষাটিতে তিনটি বিষয় থেকে প্রশ্ন আসবে।
বিষয় | নম্বর | প্রশ্ন |
---|---|---|
১) জেনারেল স্টাডিজ | ১০০ | ৫০ |
২) রিজনিং | ৫০ | ২৫ |
৩) পাটিগণিত | ৫০ | ২৫ |
২) প্রিলিমিনারি পরীক্ষায় পাস করলে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্টের জন্য ডাকা হবে।
ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট-
উচ্চতা – সাব ইন্সপেক্টর পদের জন্য ১৬৭ সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে। গোর্খা, রাজবংশী, এবং ST প্রার্থীদের উচ্চতা চাওয়া হয়েছে ১৬০ সেন্টিমিটার।মহিলা সাব-ইন্সপেক্টর-এর জন্য উচ্চতা চাওয়া হয়েছে ১৬০ সেন্টিমিটার। গোর্খা, রাজবংশী, এবং ST প্রার্থীদের উচ্চতা চাওয়া হয়েছে 1৫৫ সেন্টিমিটার। সার্জেন্ট পদের জন্য উচ্চতা চাওয়া হয়েছে ১৭৩ সেন্টিমিটার। গোর্খা, রাজবংশী, এবং ST প্রার্থীদের উচ্চতা চাওয়া হয়েছে ১৬৩ সেন্টিমিটার।
ওজন – সাব ইন্সপেক্টর-এর জন্য ন্যূনতম ৫৬ কেজি ওজন চাওয়া হয়েছে। গোর্খা, রাজবংশী এবং ST প্রার্থীদের জন্য ন্যূনতম ৫২ কেজি ওজন চাওয়া হয়েছে।মহিলা সাব-ইন্সপেক্টর পদের জন্য ন্যূনতম ৪৮ কেজি ওজন চাওয়া হয়েছে। গোর্খা, রাজবংশী এবং ST প্রার্থীদের জন্য ন্যূনতম ৪৫ কেজি ওজন চাওয়া হয়েছে। সার্জেন্ট পদের জন্য ন্যূনতম ৬০ কেজি ওজন চাওয়া হয়েছে। গোর্খা, রাজবংশী এবং ST প্রার্থীদের জন্য ন্যূনতম ৫৪ কেজি ওজন চাওয়া হয়েছে।
ছাতির মাপ – সাব ইন্সপেক্টর-এর জন্য ৭৯ সেন্টিমিটার ছাতির মাফ চাওয়া হয়েছে আর এক্সপেনশনের সাথে ৮৪ সেন্টিমিটার ছাতির মাপ চাওয়া হয়েছে।সার্জেন্ট পদের জন্য ৮৬ সেন্টিমিটার ছাত্রীর মাফ চাওয়া হয়েছে এবং এক্সপ্রেশনের সাথে ৯১ সেন্টিমিটার ছাতির মাপ হওয়া চাই।
৩) ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট – সাব-ইন্সপেক্টর এবং সার্জেন্টদের জন্য তিন মিনিটে ৮০০ মিটার দৌড়াতে হবে এবং মহিলা সাব-ইন্সপেক্টর-এর জন্য ২ মিনিটে ৪০০ মিটার দৌড়াতে হবে।
৪) ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্টে পাশ করলে ২০০ নম্বরের মেইন পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাটিতে তিনটি পেপার থাকবে।
১) জেনারেল স্টাডিজ এবং পাটিগণিত (১০০ নম্বর) সময়সীমা – ২ঘণ্টা
২) ইংলিশ – (৫০ নম্বর) সময়সীমা – ১ঘণ্টা
৩) বাংলা/হিন্দি/উর্দু/নেপালি ভাষা – (৫০ নম্বর) সময়সীমা – ১ঘণ্টা
৫) মেইন পরীক্ষায় পাশ করলে ৩০ নম্বরের একটি ইন্টারভিউ নেওয়া হবে।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিশ | ক্লিক করুন |
অফিসিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।