পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) পক্ষ থেকে, অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে যেকোনো ছেলেমেয়ে আবেদন করতে পারবে। রাজ্যে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে দশটি ভিন্ন শাখায় এই নিয়োগটি করা হবে। নিয়োগের জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতা ছাড়া বাংলা (পড়তে, বলতে, লিখতে) জানা আবশ্যিক করা হয়েছে। সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। নোটিশটির ব্যাপারে বিস্তারিত জেনে নিন –
প্রতিষ্ঠানের নাম | পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) |
পোষ্ট | ১০টি |
মোট শূন্যপদ | ৪৮টি |
নোটিশ নম্বর – 7/2021
আবেদন প্রকাশিত হয়েছে – ৬.০৭.২০২১
আবেদন শুরু – ৯.০৭.২০২১
আবেদন শেষ – ২৯.০৭.২০২১
আবেদন মূল্য পাঠানোর শেষ -৩০.০৭.২০২১
পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা
১) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (Assistant Professor)
রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজের মোট দশটি শাখায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (Assistant Professor) হিসেবে একাধিক পদে নিয়োগ হবে। যে যে শাখায় নিয়োগ করা হবে সেগুলি হল-
(১) ceramic technology (২) civil engineering (৩) latest science and engineering (৪) electrical engineering (৫) electronics and communication engineering (৬) environmental science and engineering (৭) information technology (৮) mechanical engineering (৯) textile technology (১০) text align technology and apparel production management
মোট শূন্যপদ – ৪৮টি(UR-২, OBC-১৬, SC-৯, ST-১৩)
শিক্ষাগত যোগ্যতা – ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির ক্ষেত্রে নির্দিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিং-এ 1st Class-এর সাথে গ্রাজুয়েশন (B.E./B.Tech.) এবং মাস্টার ডিগ্রি (M.E./M.Tech.) পাশ করলে আবেদন করা যাবে। এছাড়া M.C.A জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে। M.C.A এর জন্য নির্দিষ্ট শাখা থেকে ইঞ্জিনিয়ারিং-এ 1st Class-এর সাথে গ্রাজুয়েশন (B.E./B.Tech.) এবং মাস্টার ডিগ্রী (M.E./M.Tech.) পাস করলে অথবা গ্রাজুয়েশনের (B.E./B.Tech.) পর 1st Class-এর সাথে M.C.A. পাশ করলে অথবা দু’বছরের M.C.A. ডিগ্রী থাকলে আবেদন করা যাবে।
এছাড়া কিছু বাধ্যবাধকতা কথা বলা হয়েছে সেগুলি হল-
বয়সসীমা
সমস্ত পদের জন্য বয়সসীমা রাখা হয়েছে 36 বছর পর্যন্ত। এই বয়সসীমা নির্ধারিত হবে ১.০১.২০২১ অনুযায়ী। SC/ST প্রার্থীদের জন্য পাঁচ-বছর এবং OBC প্রার্থীদের জন্য তিন-বছরের বয়সের ছাড় আছে। পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যের SC/ST/OBC প্রার্থীরা আবেদন করলে বয়সের ছাড় পাওয়া যাবেনা।
আবেদন পদ্ধতি
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) অফিশিয়াল ওয়েবসাইট (wbpsc.gov.in) থেকে আবেদন করা যাবে। প্রার্থীদের সুবিধার্থে অফিশিয়াল ওয়েবসাইটের লিংক এবং আবেদন করার লিংক নিচে দেয়া রইল।
আবেদন মূল্য – General/OBC প্রার্থীদের জন্য আবেদন মূল্য রাখা হয়েছে ২১০ টাকা, যেটি নেট ব্যাঙ্কিং/ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড অথবা অফলাইনে পাঠানো যাবে। ডেবিট কার্ড / নেট ব্যাংকিং এরক্ষেত্রে এর সাথে কনভেন্স ফি হিসেবে ৫ টাকা এবং ১৮% GST দিতে হবে, এবং অফলাইনে ক্ষেত্রে সার্ভিস চার্জ হিসেবে ২০ টাকা দিতে হবে। SC/ST/PWD, মহিলা এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য কোন আবেদন মূল্য রাখা হয়নি।
নিয়োগ পদ্ধতি
আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউয়ে মাধ্যমে নিয়োগ করা হবে। নোটিশে যে শিক্ষাগত যোগ্যতাটির কথা উল্লেখ আছে সেই শিক্ষাগত যোগ্যতা থাকলেই ইন্টারভিউয়ে ডাকার আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু প্রচুর আবেদন পত্র জমা পড়লে প্রার্থীদের শর্ট লিস্ট করে ইন্টারভিউয়ে ডাকা হবে। শর্ট লিস্ট এর ক্ষেত্রে উচ্চশিক্ষিত প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে।
কমিশন থেকে ইন্টারভিউয়ে পাস করার ন্যূনতম নম্বর রাখা হয়েছে –
Category of vacancies | Qualifying Marks (Percentage) |
---|---|
Unreserved | 40% |
OBC | 38% |
SC | 35% |
ST | 30% |
PWD | 2% less than the qualifying marks of the Particular category |
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিশ | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
আবেদন করুন | Click Here |
বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।
Very informative. It is praiseworthy.
thank you.