আপনি কি Spoken English শেখার কথা ভাবছেন?
রামকৃষ্ণ মিশন সাংস্কৃতিক ইনস্টিটিউটে একটি Spoken English-এর কোর্স আছে
বছরে ৩ বার এই কোর্সে ভর্তি হওয়া যায়- জানুয়ারি, মে এবং সেপ্টেম্বর মাসে
৪ মাসের একটি সেমিস্টার, প্রতি সপ্তাহে ২ ঘন্টা করে ৩ দিন ক্লাস হয়।
৪ মাসের ৫টি সেমিস্টার মিলে মোট ২০ মাসের কোর্স
ভর্তির জন্য প্রার্থীকে নিজে গিয়ে ফর্ম তুলতে হবে, পরে সেই ফর্ম ফিলাপ করে জমা দিতে হবে
ফর্ম জমার দিন একটি ইন্টারভিউ তারিখ দেওয়া হবে, সেই দিন ইন্টারভিউ দিয়ে উত্তীর্ণ হলে ভর্তি নেওয়া হবে।
এই কোর্সের জন্য খুবই কম টাকা নেওয়া হয়, ভর্তি হওয়ার সময় 1220 টাকা দিতে হয়
ক্লিক করুন
এই 1220 টাকার মধ্যে সমস্ত খরচ ধরে নেওয়া হয় (বই, পরীক্ষা মূল্য, শিক্ষক মূল্য, ইত্যাদি)
প্রথম ৪ মাসের আর কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই
৪ মাস ক্লাস হওয়ার পর একটি পরীক্ষার আয়োজন করা হবে। যেখানে কোর্সে পড়ানো সমস্ত বিষয় থেকে প্রশ্ন আসবে
পরীক্ষাটিতে পাশ করলে একটি সার্টিফিকেট দেওয়া হয়, যেটি সমস্ত সরকারি জায়গায় যোগ্য
রামকৃষ্ণ মিশন সাংস্কৃতিক ইনস্টিটিউটে আরো অনেক দেশি ও বিদেশী ভাষা শেখানো হয়
সমস্ত রকম ট্রেনিং, চাকরির খবর, স্কলারশিপ-এর খোঁজ পেতে আমাদের Website-এ নজর রাখুন
CareerBangla.in
Career Bangla