কেন্দ্রীয় সরকারের ফ্রি ট্রেনিং

দেশবাসীদের জন্য কেন্দ্রীয় সরকার বিনামূল্যে বিভিন্ন ট্রেনিং-এর ব্যবস্থা করে থাকে, আজকে আমরা আলোচনা করবো সেই সবই কিছু ফ্রি ট্রেনিং-এর ব্যাপারে

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা

কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পের মধ্যে এটি একটি। এই যোজনার মাধ্যমে ভারতীয় দেশবাসীকে বিনা মূল্যে একাধিক বিষয়ে ট্রেনিং দেওয়া হয়

01

নার্সিং, কৃষি, ইলেক্ট্রিসিয়ান, বিউটি কোর্স মিলে ২৭টি ভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। প্রশিক্ষণের সাথে সাথে চাকরির সুযোগও করে দেওয়া হয়।

৩ থেকে ৬ মাসের এই কোর্স গুলি করা যায় প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার বিভিন্ন সেন্টার থেকে। প্রতিটি জেলায় একাধিক সেন্টার আছে। প্রার্থীর সুবিধা মতো যেকোনো সেন্টারে ট্রেনিং নিতে পারে। 

ট্রেনিং চলাকালীন সরকার থেকে কিছু টাকাও দেওয়া হয় এবং ট্রেনিং-এর শেষে সার্টিফিকেটও পাওয়া হয়

Apprenticeship India অধীনে ট্রেনিং

কেন্দ্রীয় সরকারের তত্বাবধানে মোট ২৭ হাজার দেশীয় কোম্পানি নতুন ছাত্র-ছাত্রীদের ট্রেনিং দেয় এবং ট্রেনিং-এর শেষে চাকরি পাওয়ার সুযোগ থাকে।

02

ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার, Accountant, Carpenter ইত্যাদি বিষয়ে বিভিন্ন কোম্পানি ট্রেনিং দিয়ে থাকে । ট্রেনিং গুলি অফলাইনে সেন্টারে করানো হয়।

বিভিন্ন রাইফেলে ফ্যাক্টরিতে ট্রেনিং

ভারতের বিভিন্ন রাইফেল ফ্যাক্টরিতে ৪ মাসের একটি ট্রেনিং দেওয়া হয় । এই ট্রেনিং নিয়ে যেকোনো প্রার্থী ভালো চাকরি পেতে পারে ।

03

ট্রেনিং টি ২০ থেকে ৩৪ বছর বয়সী প্রার্থীরা করতে পারবে এবং প্রার্থীর মাধ্যমিকের নম্বর নূন্যতম ৫০% হতে হবে

এই তিনটি ট্রেনিং ছাড়াও সরকারের তরফ থেকে বিভিন্ন ট্রেনিং আছে

Arrow