IPS হতে চান?
জেনে নিন ভারতবর্ষের পুলিশ সার্ভিসের সর্বোচ্চ পদ IPS হতে গেলে কি করতে হয়?
IPS হওয়ার জন্য UPSC CSE পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, পরীক্ষাটি প্রতিবছর হয়
পরীক্ষাটি শুধুমাত্র ভারত, নেপাল ও ভুটানের নাগরিকরা দিতে পারে, অন্য দেশের নাগরিকদের এই পরীক্ষায় বসার অধিকার নেই
শিক্ষাগত যোগ্যতা হিসাবে শুধুমাত্র গ্রাজুয়েশন পাশ করলেই পরীক্ষাটিতে বসা যায়
General প্রার্থীরা 21 থেকে 32 বছরের মধ্যে পরীক্ষাটি দিতে পারবে। OBC প্রার্থীরা ৩ বছর এবং SC/ST প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পায়
পুরুষ প্রার্থীদের উচ্চতা হিসাবে নূন্যতম 165 সেন্টিমিটার চাওয়া হয়, ST প্রার্থীদের 160 সেন্টিমিটার উচ্চতা থাকলেই হবে
উচ্চতা ছাড়া ছাতির আয়তন নূন্যতম ৮৪ সেন্টিমিটার চাওয়া হয়
এছাড়া ৬/৬ বা ৬/৯ চোখের দৃষ্টি ক্ষমতা থাকতে হবে
মহিলা প্রার্থীদের উচ্চতা হিসাবে নূন্যতম 150 সেন্টিমিটার চাওয়া হয়, ST প্রার্থীদের 145 সেন্টিমিটার উচ্চতা থাকলেই হবে
উচ্চতা ছাড়া ছাতির আয়তন নূন্যতম 79 সেন্টিমিটার চাওয়া হয়
এছাড়া 6/12 বা 6/9 চোখের দৃষ্টি ক্ষমতা থাকতে হবে
ক্লিক করুন
বয়সসীমার মধ্যে General/EWS প্রার্থীরা ৬ বার এবং OBC/ex-service man/PWD প্রার্থীরা ৯ বার এবং SC/ST প্রার্থীরা সয়সসীমা শেষ হওয়া পর্যন্ত পরীক্ষাটি দিতে পারে
এই পরীক্ষা ছাড়া WBCS গ্রুপ-B অফিসার হিসাবে Promotion পেয়ে IPS অফিসার হওয়া যায়
বিস্তারিত জানতে
ক্লিক করুন
আই এ এস পরীক্ষা