NASA-য় ডাক পেলেন উধমপুরের মেয়ে একাদশ শ্রেণির ছাত্রী ধারা মহাজন

নবম শ্রেণীতে একটি Essay প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, যেটি নির্বাচিত হয়

এরপর দ্বিতীয় ধাপে খুব ভালো প্রদর্শনের কারণে ধারাকে এই সুযোগ দেওয়া হয়

এক সপ্তাহের জন্য আমেরিকার NASA-তে যাওয়ার সুযোগ পেয়ে খুব খুশি ধারা মাহারাজান

প্রথম পরীক্ষাটিতে সৌরশক্তি নিয়ে Essay লিখেছিলেন তিনি

এরপর দ্বিতীয় ধাপে পরীক্ষায় ইংলিশ ও সৌরশক্তি বিষয়ে প্রশ্ন আসে, যেটিতে খুব সহজেই উত্তীর্ণ হন তিনি

বড় হয়ে IAS অফিসার হতে চান ধারা

সমস্ত রকম ট্রেনিং, চাকরির খবর, স্কলারশিপ-এর খোঁজ পেতে আমাদের Website-এ নজর রাখুন