ভারতের জনপ্রিয় পাবলিক সেক্টর ব্যাংক Union Bank of India-এর তরফ থেকে ১০টি আলাদা আলাদা পদে নিয়োগ করার জন্য একটি বিজ্ঞপ্তি বের করা হয়েছে। ১০টি পদের আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে, যার মধ্যে একটি পদে গ্রাজুয়েশন পাশে আবেদন করা যাবে। Union Bank of India কেন্দ্র সরকার দ্বারা অনুমোদিত, তাই চাকরিটি কেন্দ্র সরকারের অধীনে দেওয়া হবে। সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে, এছাড়া ব্যাংক থেকে বেতন ছাড়াও অন্যান্য অনেক সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের সকল ছেলে মেয়ে আবেদন করতে পারবে, এছাড়া পরীক্ষা কেন্দ্র কলকাতাতেও রাখা হয়েছে। নোটিশটির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হল-
প্রতিষ্ঠানের নাম | UNION BANK OF INDIA |
পোষ্ট | ১০টি |
মোট শূন্যপদ | ৩৪৭টি |

নোটিশ নম্বর | Project 2021-22 |
আবেদন প্রকাশিত হয়েছে | ১১.০৮.২০২১ |
আবেদন শুরু | ১২.০৮.২০২১ |
আবেদন শেষ | ০৩.০৯.২০২১ |
পরীক্ষার তারিখ | ০৯.১০.২০২১ |
পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা
(১) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (Forex)
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো শাখা থেকে গ্রাজুয়েশন পাশ করলেই আবেদন করা যাবে। এর সাথে FINANCE বিভাগে ৬০ শতাংশ নম্বরের সাথে MBA/PGDBA/PGDBM/PGPM/PGDM
বেতন – ৩৬,০০০ টাকা, শূন্যপদ – ১২০টি (UR- ৬৫, EWS- ১৭, OBC- ২০, ST- ৬, SC- ১২)
(২) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (টেকনিক্যাল)
শিক্ষাগত যোগ্যতা – ৬০ শতাংশ নম্বরের সাথে যেকোন শাখা থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করলে আবেদন করা যাবে।
বেতন – ৩৬,০০০ টাকা, শূন্যপদ – ২৬টি (UR- ১৪, EWS- ৩, OBC- ৪, ST- ২, SC- ৩)
(৩) ম্যানেজার (chartered accountant)
শিক্ষাগত যোগ্যতা – Chartered Accountant-এর প্রফেশনাল ডিগ্রীর সাথে দু-বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে।
বেতন – ৪৮,১৭০ টাকা, শূন্যপদ – ১৪টি (UR- ৬, EWS- ১, OBC- ৩, ST- ২, SC- ২)
(৪) ম্যানেজার (Forex)
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো শাখা থেকে গ্রাজুয়েশন পাশ করলেই আবেদন করা যাবে। এর সাথে FINANCE বিভাগে ৬০ শতাংশ নম্বরের সাথে MBA / PGDBA / PGDBM / PGPM/PGDM। সঙ্গে ৩ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
বেতন – ৪৮,১৭০ টাকা, শূন্যপদ – ৫০টি (UR- ২২, EWS- ৫, OBC- ১২, ST- ৬, SC- ৫)
(৫) ম্যানেজার (Printing Technologist)
শিক্ষাগত যোগ্যতা – ৬০ শতাংশ নম্বরের সাথে প্রিন্টিং টেকনোলজি নিয়ে গ্রাজুয়েশন পাশ করলে আবেদন করা যাবে। সঙ্গে ৩ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
বেতন – ৪৮,১৭০ টাকা, শূন্যপদ – ১টি (UR- ১)
(৬) ম্যানেজার (electrical engineer)
শিক্ষাগত যোগ্যতা -৬০% নম্বরের সাথে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে গ্রাজুয়েশন পাশ করলে আবেদন করা যাবে। সাথে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
বেতন – ৪৮,১৭০ টাকা, শূন্যপদ – ২টি (UR- ১, OBC- ১)
(৭) ম্যানেজার (architect)
শিক্ষাগত যোগ্যতা – ৬০ শতাংশ নম্বরের সঙ্গে যেকোনো সরকারি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে আর্কিটেকচার নিয়ে গ্রাজুয়েশন পাশ করলে আবেদন করা যাবে।
বেতন – ৪৮,১৭০ টাকা, শূন্যপদ – ৭টি (UR- ৩, EWS- ১, OBC- ১, ST- ১, SC- ১)
(৮) ম্যানেজার (civil engineer)
শিক্ষাগত যোগ্যতা – ৬০ শতাংশ নম্বরের সঙ্গে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে গ্রাজুয়েশন পাশ করলে আবেদন করা যাবে। এর সাথে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
বেতন – ৪৮,১৭০ টাকা, শূন্যপদ – ৭টি (UR- ৩, EWS- ১, OBC- ১, ST- ১, SC- ১)
(৯) ম্যানেজার (Risk)
শিক্ষাগত যোগ্যতা – CFA/CA/MBA/GARP এই গুলির মধ্যে যেকোনো একটি প্রফেশনাল ডিগ্রী থাকলেই আবেদন করা যাবে। কোনো প্রার্থীর NIBM প্রফেশনাল ডিগ্রী থাকলে প্রাধান্য দেওয়া হবে। অথবা অংক কিংবা স্ট্যাটিসটিকস নিয়ে মাস্টার ডিগ্রী পাশ করলে আবেদন করা যাবে।
বেতন – ৪৮,১৭০ টাকা, শূন্যপদ – ৬০টি (UR- ২৬, EWS- ৬, OBC- ১৪, ST- ৭, SC- ৭)
(১০) সিনিয়র ম্যানেজার
শিক্ষাগত যোগ্যতা – CFA/CA/MBA/GARP এই গুলির মধ্যে যেকোনো একটি প্রফেশনাল ডিগ্রী থাকলেই আবেদন করা যাবে। কোনো প্রার্থীর NIBM প্রফেশনাল ডিগ্রী থাকলে প্রাধান্য দেওয়া হবে।
বেতন – ৬৩,৮৪০ টাকা, শূন্যপদ – ৬০টি (UR- ১৫, EWS- ৬, OBC- ২২, ST- ১১, SC- ৬)
বয়সসীমা (Age Limit)
প্রথম দুটি পদের (স্ট্যান্ড ম্যানেজার) জন্য ২০ বছর থেকে ৩০ বছর পর্যন্ত বয়সসীমা রাখা হয়েছে। সিনিয়র ম্যানেজার পদটির জন্য বয়স সীমা রাখা হয়েছে ৩০ বছর থেকে 40 বছর পর্যন্ত। বাকি সমস্ত পদের জন্য বয়সসীমা রাখা হয়েছে ২৫ বছর থেকে ৩৫ বছর পর্যন্ত। এছাড়া অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার মতই SC/ST/OBC প্রার্থীরা বয়সে ছাড় পাবে।
আবেদন পদ্ধতি
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে “Recruitment” অপশনে ক্লিক করতে হবে। তারপর ‘click to view the current recruitment’ অপশন-এ ক্লিক করে স্পেশালিস্ট অফিসার রিক্রুটমেন্ট-এর নোটিশটি দেখা যাবে। সেইখানেই ‘click here to apply online’ অপশন-এ ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করা যাবে। আবেদনের আগে নতুন প্রার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে কিন্তু যাদের আগে রেজিস্ট্রেশন করা আছে তাদের নতুন করে রেজিস্ট্রেশন করার দরকার নেই, পুরনো রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আবেদন করা যাবে।
আবেদন মূল্য – নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে আবেদন মূল্য দেওয়া যাবে। জেনারেল/ OBC/EWS প্রার্থীদের জন্য আবেদন মূল্য রাখা হয়েছে ৮৫০ টাকা। অন্যান্য প্রার্থীদের জন্য কোন আবেদন মূল্য রাখা হয়নি।
নিয়োগ পদ্ধতি
প্রার্থী নিয়োগের জন্য প্রথমেই একটি অনলাইন পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাটিতে ২০০টি প্রশ্ন থাকবে এবং প্রশ্ন আসবে ৪টি বিষয় থেকে, সেগুলি হল-
বিষয় | প্রশ্ন | নম্বর |
---|---|---|
(১) রিজিনিং | ৫০প্রশ্ন | ২৫ নম্বর |
(২) অংক | ৫০প্রশ্ন | ৫০ নম্বর |
(৩) প্রফেশনাল নলেজ | ৫০প্রশ্ন | ২৫ নম্বর |
(৪) ইংরেজি | ৫০প্রশ্ন | ২৫ নম্বর |
সময়সীমা মোট ১২০ মিনিট | ২০০টি | ২০০নম্বর |
পরীক্ষার স্থান – Delhi, Chandigarh, Lucknow, Kolkata, Patna, Bhubaneswar, Mumbai, Ahmedabad.
পরীক্ষাটিতে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে ০.২৫ নম্বরের অর্থাৎ ৪টি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা হবে।নিয়োগ প্রক্রিয়ার দ্বিতীয় ধাপে অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের গ্রুপ ডিসকাশন-এর জন্য ডাকা হবে। এবং অবশেষে গ্রুপ ডিসকাশন এ উত্তীর্ণ প্রার্থীদের ৫০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে।
প্রয়োজনীয় লিঙ্ক
বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।