ভারতবর্ষের বৃহত্তর ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্কের (State Bank Of India) তরফ থেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে বলা হয়েছে গোটা দেশজুড়ে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। Apprentice act 1961-এর অধীনে এই নিয়োগ প্রক্রিয়াটি চালানো হবে অতএব এটি একটি অ্যাপ্রেন্টিস পদের নিয়োগের বিজ্ঞপ্তি। একবছরের চুক্তিতে নিয়োগ করা হচ্ছে, ট্রেনিং-এর শেষে সার্টিফিকেটও দেওয়া হবে। বিজ্ঞপ্তিটি ব্যাপারে বিস্তারিত জেনে নিন-
প্রতিষ্ঠানের নাম | State Bank of India |
পোষ্ট | ১টি |
মোট শূন্যপদ | ৬১০০টি |

নোটিশ নম্বর – CRPD/APPR/2021-22/10
আবেদন প্রকাশিত হয়েছে– ৬.০৭.২০২১
আবেদন শুরু – ৬.০৭.২০২১
আবেদন শেষ – ২৬.০৭.২০২১
পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা
১) অ্যাপ্রেন্টিসেশিপ (ক্লার্ক)
শিক্ষাগত যোগ্যতা – যেকোন শাখা থেকে গ্রাজুয়েশন পাশ করলেই এই পদে আবেদন করা যাবে, অন্য কোন রকম অভিজ্ঞতা চাওয়া হয়নি।
শূন্যপদ – ৬১০০টি(UR-২৫৭৭, EWS-৬০৪, OBC-১৩৭৫, SC-৯৭৭, ST-৫৬৭)
যে যে রাজ্যে শূন্য পদ আছে-
পশ্চিমবঙ্গ- ৭১৫, গুজরাট- ৮০০, অন্ধ্রপ্রদেশ- ১০০, কর্ণাটক- ২০০, মধ্যপ্রদেশ- ৭৫, ছত্রিশগড়- ৭৫, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ- ১০, সিকিম- ২৫, উড়িষ্যা- ৪০০, হিমাচল প্রদেশ- ২০০, হরিয়ানা- ১৫০ জম্মু-কাশ্মীর-১০০, চন্ডিগড়-২৫, লাদাখ- ১০, পাঞ্জাব- ৩৬৫, তামিলনাডু- ৯০, পন্ডিচেরি- ১০, গোয়া- ৫০, উত্তরাখন্ড-১২৫, তেলেঙ্গানা- ১২৫, রাজস্থান- ৬৫০, কেরালা- ৭৫, উত্তর প্রদেশ- ৮৭৫, মহারাষ্ট্র- ৩৭৫, অরুণাচল প্রদেশ-২০, আসাম- ২৫০, মনিপুরী-২০ মেঘালায়া-৫০, মিজোরাম- ২০, নাগাল্যান্ড- ২০, ত্রিপুরা- ২০, বিহার- ৫০, ঝাড়খন্ড- ২৫
বেতন – ১৫০০০/-
বয়সসীমা
২০ বছর থেকে ২৮ বছরের মধ্যে যাদের বয়স তারা আবেদন করতে পারবে। SC/ST প্রার্থীদের জন্য পাঁচ-বছর এবং OBC তোদের জন্য তিন-বছরের বয়সের ছাড় রাখা হয়েছে।
আবেদন পদ্ধতি
স্টেট ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। ওয়েবসাইটে গিয়ে ‘Join SBI‘ অপশন এ ক্লিক করে ‘current openings‘-এর মধ্যে এই আবেদনের নোটিশটি পাওয়া যাবে, সেখানে ‘Apply Online‘ অপশন-এ ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর সেই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আবেদন করা যাবে।
আবেদন মূল্য– General/OBC প্রার্থীদের জন্য আবেদন মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা, যেটি নেট ব্যাঙ্কিং/ ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পাঠানো যাবে। SC/ST/PWD, মহিলা এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য কোন আবেদন মূল্য রাখা হয়নি।
নিয়োগ পদ্ধতি
নিয়োগ পদ্ধতিটি দুটি ধাপে ভাগ করা হয়েছে। প্রথম ধাপে একটি অনলাইন পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাটির সিলেবাসটি হলো-

দ্বিতীয়ত ধাপে স্থানীয় ভাষার একটি পরীক্ষা নেওয়া হবে। পশ্চিমবঙ্গের প্রার্থীদের স্থানীয় ভাষা হিসেবে বাংলা অথবা নেপালি ভাষার পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে প্রার্থীদের বাংলা অথবা নেপালি ভাষা লিখতে, পড়তে, বলতে জানতে হবে। পশ্চিমবঙ্গের মধ্যে যে পরীক্ষার সেন্টার রাখা হয়েছে সেগুলি হল- Asansol, Durgapur, Greater Kolkata, Hooghly, Kalyani, Siliguri
দুটি ভাপে উত্তীর্ণ হতে পারলে মেডিকেল-টেস্ট নেওয়া হবে মেডিকেল টেস্টের পরে একটি লিস্ট বের করা হবে।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিশ | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
Apply Here | Click Here |
বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।