ভারতীয় সেনাবাহিনীতে NCC স্পেশাল এন্ট্রির 50তম কোর্সের নিয়োগ করার একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে।এই বিজ্ঞপ্তিতে অবিবাহিত পুরুষ অথবা মহিলা আবেদন করতে পারবে। এছাড়াও যুদ্ধে মৃত কর্মীদের পরিবারের সদস্যরাও আবেদন করতে পারবে। বিনামূল্যে একবছর ট্রেনিং দিয়ে চাকরি সুযোগ দেওয়া হবে।
দপ্তরের নাম | ভারতীয় সেনাবাহিনী |
পোষ্ট | ১টি |
মোট শূন্যপদ | ৫৫টি |
বেতন | ৫৬,১০০ |

আবেদন শুরু – ১৬.০৬.২০২১
আবেদন শেষ – ১৫.০৭.২০২১
পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা
১) NCC (পুরুষ)
বেতন — ৫৬,১০০
শূন্যপদ — ৫০টি
শিক্ষাগত যোগ্যতা — 50% নম্বর নিয়ে যেকোনো শাখাতে গ্রাজুয়েশন পাশ করলেই আবেদন করা যাবে। এছাড়া দু’বছর NCC- এর অভিজ্ঞতা থাকতে হবে। NCC এর GRADE-B সার্টিফিকেটও চাই।
২) NCC (মহিলা)
বেতন — ৫৬,১০০
শূন্যপদ — ৫টি
শিক্ষাগত যোগ্যতা — 50% নম্বর নিয়ে যেকোনো শাখাতে গ্রাজুয়েশন পাশ করলেই আবেদন করা যাবে। এছাড়া দু’বছর NCC- এর অভিজ্ঞতা থাকতে হবে। NCC এর GRADE-B সার্টিফিকেটও চাই।
বয়সসীমা
১৯ থেকে 25 বছরের মধ্যে বয়স হলেই এই পদে আবেদন করা যাবে । পুরুষ এবং মহিলাদের জন্য সমান বয়সসীমা রাখা হয়েছে।
আবেদন পদ্ধতি
ভারতীয় সেনাবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট www.joinIndian army.nic.in এ গিয়ে “officer Entry Login” অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন এরপরে ‘Apply Online’ এ ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করতে হবে।
আবেদন মূল্য
কোন আবেদন মূল্য লাগবেনা, সম্পূর্ণ বিনামূল্যে আবেদনটি করা যাবে।
নিয়োগ পদ্ধতি
ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে বলা হয়েছে।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিশ | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |