কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ এডুকেশন এর অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার ট্রেনিং এন্ড রিসার্চ দফতরের পক্ষ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে একাধিক পদে নিয়োগ করা হবে। দপ্তরটি কলকাতায় অবস্থিত তাই এটি পশ্চিমবঙ্গের চাকরির প্রার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ। সম্পূর্ণ তিন বছরের অস্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন যোগ্যতায় আবেদন করা যাবে। নোটিশটির ব্যাপারে বিস্তারিত জেনে নিন-
প্রতিষ্ঠানের নাম | ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার ট্রেনিং এন্ড রিসার্চ |
পোষ্ট | ৫টি |
মোট শূন্যপদ | ১২টি |

নোটিশ নম্বর – 05/2021-22
আবেদন শুরু – ২৩.০৬.২০২১
আবেদন শেষ – ১৯.০৭.২০২১
বিষয় তালিকা
পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা
১) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর
শিক্ষাগত যোগ্যতা – যেকোন শাখা থেকে ইঞ্জিনিয়ারিং নিয়ে গ্রাজুয়েশন পাশ করলে এই পদে আবেদন করা যাবে, এছাড়া অন্য কোন যোগ্যতা চাওয়া হয়নি। কিন্তু শিক্ষকতায় যোগ্যতা থাকলে অথবা ইনফরমেশন টেকনোলজি(IT) শাখা থেকে পাশ করলে প্রাধান্য দেওয়া হবে।
শূন্যপদ – ৮টি
বেতন – ৫৭,৭০০+ DA
২) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (সিভিল)
শিক্ষাগত যোগ্যতা – অংক বিষয় নিয়ে মাধ্যমিক পাশের সাথে, সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় তিন বছরের ডিগ্রী থাকলে এই পদে আবেদন করা যাবে। ১০ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
শূন্যপদ – ১টি
বেতন – ২৯,২০০+DA
৩) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রিক্যাল)
শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক পাশের সাথে ইলেকট্রিক্যাল শাখায় তিন বছরের দিপ্লোমা ডিগ্রী থাকলে এই পদে আবেদন করা যাবে। ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
শূন্যপদ – ১টি
বেতন – ২৯,২০০+DA
৪) সেকশন অফিসার (সেক্রেটারিয়াল)
শিক্ষাগত যোগ্যতা – যেকোন শাখা থেকে শুধুমাত্র গ্রাজুয়েশন পাশ করলেই আবেদন করা যাবে। এর সাথে শর্টহ্যান্ড জানতে হবে, শর্টহ্যান্ড এর স্পিড চাওয়া হয়েছে ১০০ WPM। ন্যূনতম ৬ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
শূন্যপদ – ১টি
বেতন – ৩৫,৪০০+DA
৫) সেকশন অফিসার (Grade-I)
শিক্ষাগত যোগ্যতা – যেকোন শাখা থেকে গ্রাজুয়েশন পাশ করলেই আবেদন করা যাবে সাথে, পাঁচ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
শূন্যপদ – ১টি
বেতন – ৪৪,৯০০
বয়সসীমা
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এর জন্য কোন বয়সসীমা রাখা হয়নি। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদ দুটিতে বয়সসীমা রাখা হয়েছে ৩৫ বছর, এবং সেকশন অফিসার পদ দুটিতে বয়সসীমা রাখা হয়েছে ৪০ বছর। SC/ST/OBC(৫ বছর/৩ বছর) প্রার্থীদের বয়সের ছাড় আছে।
আবেদন পদ্ধতি
প্রথমে www.nitttrkol.ac.in এই ওয়েবসাইটে গিয়ে নোটিশটি খুললে জেনারাল ইন্সট্রাকশনের(General Instruction) দুই নম্বর পয়েন্টে আলাদা আলাদা পদের আবেদনের জন্য আলাদা আলাদা লিংক দেওয়া হয়েছে সেখানে ক্লিক করে আবেদনটি করতে হবে।
আবেদন মূল্য
General এবং OBC প্রার্থীদের জন্য ৫০০ টাকা আবেদন মূল্য রাখা হয়েছে আর SC/ST প্রার্থীদের জন্য ২৫০ টাকা আবেদন মূল্য রাখা হয়েছে। প্রার্থীরা একাধিক পদে আবেদন করতে পারে সেক্ষেত্রে প্রতি আবেদনের জন্য আলাদা আলাদা আবেদন মূল্য দিতে হবে।
নিয়োগ পদ্ধতি
আবেদন করার পরই প্রার্থী বাছাই করা হবে। প্রার্থী বাছাইয়ের সময় যে যে বিষয়গুলি দেখা হবে সেগুলি হল –
১) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর –

২) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট –

৪) সেকশন অফিসার –

প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিশ | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।