“মিনিস্ট্রি অফ স্ট্যাটিসটিক্স অন্ড প্রোগ্রাম ইম্প্লেমেন্টেশন” (Ministry of Statistics and Programme Implementation) -এর দ্বারা পরিচালিত “ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট” (Indian Statistical Institute)-এর পক্ষ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে যেকোনো ভারতীয় নাগরিক আবেদন করতে পারবে। কলকাতার [203,BT Road, Kolkata- 700108] এই ঠিকানায় প্রতিষ্ঠানটি অবস্থিত তাই নির্বাচিত প্রার্থীদের এখানেই পোষ্টিং দেওয়া হবে। নোটিশটির ব্যাপারে বিস্তারিত জেনে নিন-
প্রতিষ্ঠানের নাম | Indian Statistical Institute |
পোষ্ট | ১১টি |
মোট শূন্যপদ | ৪৫টি |

নোটিশ নম্বর – REC-6/2021-3, KOL
আবেদন প্রকাশিত হয়েছে– ৩০.০৬.২০২১
আবেদন শুরু – ১.০৭.২০২১
আবেদন শেষ – ২৩.০৭.২০২১
পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা
১) ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
শিক্ষাগত যোগ্যতা – ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে গ্রাজুয়েশন পাশ এবং সাথে ন্যূনতম দু বছরের অভিজ্ঞতা থাকলে এই পদে আবেদন করা যাবে।
শূন্যপদ – ২টি(UR-১, SC-১)
বেতন – ৪০,৯০০
২) ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (সিভিল)
শিক্ষাগত যোগ্যতা – উচ্চমাধ্যমিকের সাথে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ তিন বছরের ডিপ্লোমা ডিগ্রী থাকলেই আবেদন করা যাবে। নূন্যতম অভিজ্ঞতা চাওয়া হয়েছে এক বছরের।
শূন্যপদ – ৩টি(UR-২, SC-১)
বেতন – ৩৫,৪০০
৩) ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রিক্যাল)
শিক্ষাগত যোগ্যতা – উচ্চমাধ্যমিকের সাথে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ তিন বছরের ডিপ্লোমা ডিগ্রী থাকলেই আবেদন করা যাবে। ইলেকট্রিক্যাল বিভাগের সুপারভাইজার লাইসেন্স(Supervisor’s License) এবং নূন্যতম অভিজ্ঞতা চাওয়া হয়েছে এক বছরের।
শূন্যপদ – ৩টি(UR-২, OBC-১)
বেতন – ৩৫,৪০০
৪) ইলেকট্রিশিয়ান
শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক সাথে ইলেকট্রিকাল Wireman বিভাগে ITI সার্টিফিকেট থাকলে এই পদে আবেদন করা যাবে।
শূন্যপদ – ১৪টি(UR-৯, SC-২, OBC-২, EWS-১)
বেতন – ২১,৭০০
৫) অপারেটর, মেকানিক (LIFT)
শিক্ষাগত যোগ্যতা – অষ্টম শ্রেণী পাশের সাথে ইলেক্ট্রিক্যাল Wireman বিভাগের ITI সার্টিফিকেট থাকলে এই পদে আবেদন করা যাবে।
শূন্যপদ – ৮টি(UR- ৬, SC- ১, OBC-১)
বেতন – ২১,৭০০
৬) ড্রাইভার
শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক পাশ করলেই এই পদে আবেদন করা যাবে। যেহেতু পদটি ড্রাইভারের সেহেতু পার্থীর ড্রাইভিং (driving license) লাইসেন্স থাকা বাধ্যতামূলক।
শূন্যপদ – ১টি(UR- ৬)
বেতন – ২১,৭০০
৭) COOK
শিক্ষাগত যোগ্যতা – উচ্চমাধ্যমিক পাশ করলেই এই পদে আবেদন করা যাবে।
শূন্যপদ – ১টি(EWS-১)
বেতন – ১৯,৯০০
৮) লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা – লাইব্রেরী সাইন্স-এর সাথে উচ্চমাধ্যমিক পাশ করলে এই পদে আবেদন করা যাবে। টাইপিং(Typing) এবং কম্পিউটার (Computer) জানা বাধ্যতামূলক।
শূন্যপদ – ৬টি(UR- ৫, SC- ১)
বেতন – ২১,৭০০
৯) ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা – বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করলেই অথবা ভোকেশনাল ট্রেনিং স্ট্রিম থেকে উচ্চ মাধ্যমিক পাশ করলে এই পদে আবেদন করা যাবে। টাইপিং (Typing) এবং কম্পিউটার (Computer) জানা বাধ্যতামূলক।
শূন্যপদ – ৪টি(UR- ৩, OBC-১)
বেতন – ২১,৭০০
১০) অ্যাসিস্ট্যান্ট (REPRO-PHOTO)
শিক্ষাগত যোগ্যতা – বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করলেই অথবা ভোকেশনাল ট্রেনিং স্ট্রিম থেকে উচ্চ মাধ্যমিক পাশ করলে এই পদে আবেদন করা যাবে। টাইপিং (Typing) এবং কম্পিউটার (Computer) জানা বাধ্যতামূলক।
শূন্যপদ – ২টি(UR- ১, SC- ১)
বেতন – ২১,৭০০
১১) ফার্ম অ্যাসিস্ট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা – বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করলেই অথবা ভোকেশনাল ট্রেনিং স্ট্রিম থেকে উচ্চ মাধ্যমিক পাশ করলে এই পদে আবেদন করা যাবে। টাইপিং (Typing) এবং কম্পিউটার (Computer) জানা বাধ্যতামূলক।
শূন্যপদ – ১টি(UR- ১)
বেতন – ২১,৭০০
বয়সসীমা
সমস্ত পদের জন্য বয়সসীমা রাখা হয়েছে ৩৫ বছর পর্যন্ত। বয়সসীমাটি নির্ধারিত হবে ১.০৪.২০২১ তারিখ অনুযায়ী। SC/ST প্রার্থীদের জন্য পাঁচ-বছর এবং OBC তোদের জন্য তিন-বছরের বয়সের ছাড় রাখা হয়েছে।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে হবে। ইচ্ছুক প্রার্থীরা https://www.isical.ac.in/jobs এই ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করে সেই রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে আবেদন করতে পারে। একজন প্রার্থী সর্বাধিক তিনটি পদে আবেদন করতে পারবে।
আবেদন মূল্য
General/OBC প্রার্থীদের জন্য আবেদন মূল্য রাখা হয়েছে ৪০০ টাকা এছাড়া ১০০ টাকা প্রসেসিং মূল্য দিতে হবে। SC/ST/PWD এবং মহিলা প্রার্থীদের জন্য কোন আবেদন মূল্য রাখা হয়নি।
নিয়োগ পদ্ধতি
প্রার্থী নির্বাচনের জন্য প্রথমে, একটি অনলাইনে পরীক্ষা নেওয়া হবে এবং এরপরে অফলাইন স্কিল-টেস্ট নেওয়া হবে। এই দুটি পরীক্ষার ফলাফল দেখে প্রার্থীদের নির্বাচিত করা হবে। পরীক্ষা, ফলাফল, এবং সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট জানানো হবে https://www.isical.ac.in/jobs এই ওয়েবসাইটে।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিশ | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
Apply Here | Click Here |
বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।