ভারতীয় নৌবাহিনী থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে অবিবাহিত পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে। একাধিক পোষ্টে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে নিয়োগ করা হবে। নোটিশটির ব্যাপারে বিস্তারিত জেনে নিন।
দপ্তরের নাম | ইন্ডিয়ান নেভি |
পোষ্ট | ২টি |
মোট শূন্যপদ | ৫০টি |
বেতন | ৫৬,১০০ |

আবেদন শুরু – ১২.০৬.২০২১
আবেদন শেষ – ২৬.০৬.২০২১
বিষয় তালিকা
পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা
১) SSC অফিসার্স (General Service)
বেতন — ৫৬,১০০
শূন্যপদ — ৪৭ টি
শিক্ষাগত যোগ্যতা — ৬০% নম্বরের সাথে, যেকোনো শাখা থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করলেই আবেদন করতে পারবে।
২) হাইড্রো ক্যাডার (Hydro Cadre)
বেতন — ৫৬,১০০
শূন্যপদ — ৩টি
শিক্ষাগত যোগ্যতা — ৬০% নম্বরের সাথে, যেকোনো শাখা থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করলেই আবেদন করতে পারবে।
বয়সসীমা
০২.০১.১৯৯২ থেকে ০১.০১.২০০২ এই তারিখের মধ্যে যাদের জন্মতারিখ আছে তারা এই নোটিশে আবেদন করতে পারবে।
আবেদন পদ্ধতি
ভারতীয় নৌবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট joinindiannavy.gov.in থেকে আবেদন করা যাবে। যেখান থেকে আবেদন করতে পারবে তার লিঙ্ক নিচে দেওয়া আছে। কোন আবেদন মূল্য লাগবেনা।
নিয়োগ পদ্ধতি
ফর্ম ফিলাপ-এর পর গ্রাজুয়েশনের নম্বর হিসাবে SSB ইন্টারভিউয়ে ডাকা হবে। ইন্টারভিউয়ের তারিখ ২১.০৭.২০২১, এবং স্থান ঠিক করা হয়েছে কলকাতা, বিশাখাপত্তনম, ভোপাল, ব্যাঙ্গালোরে। প্রথমবার যারা SSB ইন্টারভিউ দিচ্ছে তাদের ট্রেনের ভাড়াও সরকার থেকে দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ লিংক
অফিসিয়াল নোটিশ | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |