ইন্ডিয়ান কোষ্ট গার্ড থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে ভারতীয় নাগরিকরা আবেদন করতে পারবে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সিলেক্টেড প্রার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের প্রার্থীদের একটি সুবর্ণ সুযোগ।
দপ্তরের নাম | মিনিস্ট্রি অফ ডিফেন্স |
পোষ্ট | ৩টি |
মোট শূন্যপদ | ৩৫০টি |
বেতন | ২৯,২০০ |

আবেদন শুরু – ০২.০৭.২০২১
আবেদন শেষ – ১৬.০৭.২০২১
পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা
১) নাবিক (জেনারেল ডিউটি)
বেতন — ২১,৭০০
শূন্যপদ — ২৬০টি
শিক্ষাগত যোগ্যতা — অঙ্ক এবং ফিজিক্স এর সাথে যে কোন বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করলেই এই পদে আবেদন করা যাবে।
২) নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ)
বেতন — ২১,৭০০
শূন্যপদ — ৫০টি
শিক্ষাগত যোগ্যতা — যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ করলেই এই পদে আবেদন করা যাবে।
3) যান্ত্রিক
বেতন — ২৯,২০০
শূন্যপদ — ৪০টি
শিক্ষাগত যোগ্যতা — যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে, এর সাথে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, অথবা টেলিকমিউনিকেশন-এ ডিপ্লোমা পাশ করতে হবে।
বয়সসীমা
18 থেকে 22 বছরের মধ্যে বয়স হলেই এই পদগুলিতে আবেদন করা যাবে।
নাবিক(জেনারেল ডিউটি) এবং যান্ত্রিক পদের জন্য জন্ম-তারিখ ০১.০২.২০০০ – ৩১.০১.২০০৪ এর মধ্যে হতে হবে এবং নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ) পদের জন্য জন্ম-তারিখ ০১.০৪.২০০০ – ৩১.০১.২০০৪ এর মধ্যে হতে হবে। SC/ST প্রার্থীরা পাঁচ বছরের ও OBC প্রার্থীরা তিন বছরের বয়সের ছাড় পাবে।
আবেদন পদ্ধতি
আবেদন অনলাইনে করতে হবে কোষ্ট গার্ডের অফিসিয়াল ওয়েবসাইট https://joinindiancoastguard.cdac.in থেকে। প্রার্থীদের সুবিদার্থে নিচে লিংক দেওয়া হল।
আবেদন মূল্য
জেনারেল ও OBC ক্যান্ডিডেটদের জন্য ২৫০ টাকা আবেদন মূল্য রাখা হয়েছে। SC/ST প্রার্থীদের কোন আবেদন মূল্য লাগবেনা।
নিয়োগ পদ্ধতি
বিভিন্ন ধাপে নিয়োগ পদ্ধতি পরিচালনা করা হবে।
প্রথমে ধাপে, প্রত্যেকটি পদের জন্য একটি কম্পালসারি পরীক্ষা হবে, পরীক্ষাটিতে 60 টি এক নম্বরের প্রশ্ন থাকবে আর সময় দেওয়া হবে 45 মিনিট। ন্যূনতম 30 নম্বর পেলে কোয়ালিফাই করতে পারবে।
এই পরীক্ষায় পরীক্ষার্থী পাস করলে বিভিন্ন পোষ্টের জন্য বিভিন্ন পরীক্ষার আয়োজন করা হবে। সেগুলি হল-
দ্বিতীয় ধাপে, ফিজিক্যাল ফিটনেস টেস্ট নেওয়া হবে। এই টেস্টে প্রথমে 7 মিনিটে ১.৬ মিটার দৌড়াতে হবে, ২০টি ওঠবস এবং ১০টি পুশআপ করতে হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
Apply Here | Click Here |
অফিসিয়াল নোটিশ | Click Here |