কেন্দ্রীয় সরকারের অধীনে “মিনিস্ট্রি অফ ডিফেন্স” (Ministry of Defence) এর তরফ থেকে ইন্ডিয়ান আর্মিতে বিভিন্ন পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে মোট ১২ টি ভিন্ন পদে নিয়োগের কথা বলা হয়েছে। ভারতবর্ষের মোট ৪টি জায়গায় নিয়োগ করার জন্য নোটিশটি বের করা হয়েছে যেখানে গোটা দেশজুড়ে চাকরির প্রার্থীরা আবেদন করতে পারবে। নূন্যতম যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাশ এছাড়া উচ্চমাধ্যমিক পাশে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। নোটিশটির ব্যাপারে বিস্তারিত জেনে নিন –

প্রতিষ্ঠানের নামMinistry of Defence
পোষ্ট১২টি
মোট শূন্যপদ৮৯টি
indian army recruitment 2021 in westbengal

নোটিশ নম্বর – 33082/DR/DGAFMS/DG-2B

 আবেদন প্রকাশিত হয়েছে– ৯.০৭.২০২১

আবেদন শুরু – ৯.০৭.২০২১

আবেদন শেষ – ৯.০৮.২০২১

পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা

১) স্টেনোগ্রাফার

শিক্ষাগত যোগ্যতা – ন্যূনতম যোগ্যতা রাখা হয়েছে উচ্চমাধ্যমিক পাস। এরসাথে স্টেনোগ্রাফি/শর্টহ্যান্ড জানতে হবে। শর্টহ্যান্ড-এর স্পিড(Speed) চাওয়া হয়েছে ৮০ WPM এবং টাইপিং স্পিড(Typing Speed) চাওয়া হয়েছে ৫০Mts ইংরেজিতে অথবা ৬৫Mts হিন্দিতে। প্রার্থীরা ম্যানুয়াল টাইপরাইটিং মেশিনেও টাইপিং টেস্ট দিতে পারে সেক্ষেত্রে টাইপিং স্পিড চাওয়া হয়েছে ৬৫Mts ইংরেজির জন্য অথবা ৭৫Mts হিন্দির জন্য।

বেতন– ২৫,৫০০

বয়সসীমা– ১৮ থেকে ২৭ বছর পর্যন্ত

২) লোয়ার ডিভিশন ক্লার্ক

শিক্ষাগত যোগ্যতা – যেকোন শাখা থেকে উচ্চমাধ্যমিক পাশ করলেই এই পদে আবেদন করা যাবে সাথে কম্পিউটার জানতে হবে। টাইপিং স্পিড চাওয়া হয়েছে ৩৫WPM ইংরেজিতে অথবা ৩০WPM হিন্দিতে।

বেতন– ১৯,৯০০

বয়সসীমা– ১৮ থেকে ২৭ বছর পর্যন্ত

৩) স্টোর কিপার

শিক্ষাগত যোগ্যতা – যেকোন শাখা থেকে উচ্চমাধ্যমিক পাশ করলেই এই পদে আবেদন করা যাবে সাথে কম্পিউটার জানতে হবে। টাইপিং স্পিড চাওয়া হয়েছে ৩৫WPM ইংরেজিতে অথবা ৩০WPM হিন্দিতে। মেডিকেল স্টোর চালানোর অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

বেতন– ১৯,৯০০

বয়সসীমা– ১৮ থেকে ২৭ বছর পর্যন্ত

৪) X-Ray ইলেকট্রিশিয়ান

শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক পাশের সাথে ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ তিন বছরের ডিপ্লোমা পাশ করলে এই পদে আবেদন করা যাবে। X-Ray এবং ইলেক্ট্রো মেডিকেল বিষয় তিন বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

বেতন– ২৫,৫০০

বয়সসীমা– ১৮ থেকে ২৫ বছর পর্যন্ত

৫) সিনেমা প্রজেকশনিস্ট

শিক্ষাগত যোগ্যতা – যেকোন বোর্ড থেকে মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে।

বেতন– ১৯,৯০০

বয়সসীমা– ১৮ থেকে ২৫ বছর পর্যন্ত

৬) ফায়ারম্যান

শিক্ষাগত যোগ্যতা – যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস করেই আবেদন করা যাবে। এরসাথে যে ফিজিক্যাল ফিটনেস চাওয়া হয়েছে সেগুলি – উচ্চতা ১৬৫ সেন্টিমিটার, ওজন ন্যূনতম ৫০ কেজি, চেস্ট ৮১.৫ সেন্টিমিটার, চেস্ট with expansion ৮৫ সেন্টিমিটার, চোখ ৬/৬। এছাড়া ফিজিক্যাল প্রফিশিয়েন্সি টেস্টে ৬৩.৫ কেজি ওজন নিয়ে ৯৬ সেকেন্ডের মধ্যে ১৮৩ মিটার ছুটতে হবে। ২.৭ মিটার লংজাম্পে দিতে হবে এবং ৩ মিটার Rope Climbing করতে হবে।

বেতন– ১৯,৯০০

বয়সসীমা– ১৮ থেকে ২৫ বছর পর্যন্ত

৭) ট্রেডম্যান

শিক্ষাগত যোগ্যতা – যেকোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করলে আবেদন করা যাবে। এর সাথে ফিজিক্যাল প্রফিশিয়েন্সি টেস্ট ৪০ কেজি ওজন নিয়ে ৬০ সেকেন্ডে ১০০ মিটার দৌড়াতে হবে।

বেতন– ১৮,০০০

বয়সসীমা– ১৮ থেকে ২৫ বছর পর্যন্ত

৮) COOK

শিক্ষাগত যোগ্যতা – যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে। এছাড়া রান্না করতে জানতে হবে।

বেতন– ১৮,০০০

বয়সসীমা– ১৮ থেকে ২৫ বছর পর্যন্ত

৯) নাপিত

শিক্ষাগত যোগ্যতা – যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে। এছাড়া সেলুনের সমস্ত কাজ জানতে হবে।

বেতন– ১৮,০০০

বয়সসীমা– ১৮ থেকে ২৫ বছর পর্যন্ত

১০) ক্যান্টিন Bearer

শিক্ষাগত যোগ্যতা – যেকোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করলে আবেদন করা যাবে।

বেতন– ১৮,০০০

বয়সসীমা– ১৮ থেকে ২৫ বছর পর্যন্ত

১১) ওয়াসারম্যান

শিক্ষাগত যোগ্যতা – যেকোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করলে আবেদন করা যাবে। এছাড়া কাপড় কাচার অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন– ১৮,০০০

বয়সসীমা– ১৮ থেকে ২৫ বছর পর্যন্ত

১২) মাল্টি টাস্কিং স্টাফ

শিক্ষাগত যোগ্যতা – যেকোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করলে আবেদন করা যাবে। এছাড়া অন্য কোন যোগ্যতা চাওয়া হয়নি।

বেতন– ১৮,০০০

বয়সসীমা– ১৮ থেকে ২৫ বছর পর্যন্ত

শূন্যপদ

দেশের চারটি দপ্তরী নিয়োগ প্রক্রিয়াটি হবে, সেগুলি হল-

Screenshot 45
Screenshot 46

আবেদন পদ্ধতি

ইন্ডিয়ান আর্মির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিশিয়াল নোটিশটির নিচে একটি ফর্ম দেওয়া আছে সেটি ফিলাপ করে Print-Out বের করতে হবে। সেই Print-Out ফর্মটির সাথে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, শারীরিক সুস্থতার প্রমাণপত্র এবং অভিজ্ঞতার প্রমাণপত্র দিয়ে একটি বন্ধ খামে ২৫ টাকার পোস্টাল স্টাম্প লাগিয়ে ইন্ডিয়ান পোস্ট-এর মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। ঠিকানাটি হলো- The commandant/commanding officer of the concerned unit / deport

আবেদন মূল্য কোন আবেদন মূল্য লাগবেনা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করা যাবে।

নিয়োগ পদ্ধতি

নিয়োগ পদ্ধতিটিকে দুটি ধাপে ভাগ করা হয়েছে। প্রথমে ১০০ নম্বরের একটি পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষাটির সময়সীমা থাকবে দু’ঘণ্টা। এই পরীক্ষায় পাশ করলে দ্বিতীয় ধাপে স্কিল টেস্ট এর জন্য ডাকা হবে। 100 নম্বরের পরীক্ষায় যে যে বিষয়গুলি থেকে প্রশ্ন আসবে সেগুলো হলো- 

১) general intelligence and reasoning 

২) numerical aptitude 

৩) general English 

৪) general awareness

দ্বিতীয় ধাপে স্কিল টেস্টে স্টেনোগ্রাফার পদের জন্য শর্টহ্যান্ড এর পরীক্ষা নেওয়া হবে এবং যে যে পদগুলিতে টাইপিং টেস্ট চাওয়া হয়েছে শেষে পদগুলির জন্য টাইপিং টেস্ট নেওয়া হবে।

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল নোটিশClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here
Apply HereClick Here

বর্তমানে যে যে চাকরির ফর্ম ফিলাপ চলছে

City College থেকে B.Com পাশ করেছি। স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়ানোর অভিজ্ঞতা আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here