কেন্দ্র সরকারের স্টাফ সিলেকশন কমিশন (STAFF SELECTION COMMISSION)-এর পক্ষ থেকে ২০২১-এর GD কনস্টেবল নিয়োগের নোটিশ প্রকাশিত হয়েছে। নোটিশে বলা হয়েছে কেন্দ্র সরকারের অধীনে বিভিন্ন সংস্থার জন্য হাজার হাজার কনস্টেবল পদে নিয়োগ করা হবে। দেশজুড়ে মোট ৮টি সংস্থায় এই নিয়োগ প্রক্রিয়াটি করা হবে এবং ছেলে-মেয়ে উভয়ের জন্যই শূন্যপদ রাখা হয়েছে। এটি পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ। পরীক্ষাটির সিলেবাস স্টাফ সিলেকশন কমিশনের বাকি পরীক্ষা গুলির সমতুল্য, তাই যারা স্টাফ সিলেকশন কমিশনের অন্যান্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তারাও এই পরীক্ষায় আবেদন করতে পারে। নোটিশটির ব্যাপারে বিস্তারিত জেনে নিন-
প্রতিষ্ঠানের নাম | STAFF SELECTION COMMISSION |
পোষ্ট | ১টি |
মোট শূন্যপদ | ২৫,২৭১টি |

নোটিশ নম্বর – 3-1/2020-P&P-I
আবেদন প্রকাশিত হয়েছে – ১৭.০৭.২০২১
আবেদন শুরু – ১৭.০৭.২০২১
আবেদন শেষ – ৩১.০৮.২০২১
আবেদন মূল্য পাঠানোর শেষ -২.০৯.২০২১
পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা
১) GD কনস্টেবল
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে।
বেতন – ২১,৭০০-৬৯১০০ (Level-3)
বয়সসীমা – General প্রার্থীরা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হলেই আবেদন করতে পারবে আর এই বয়সটি নির্ধারিত হবে ১.০৮.২০২১ তারিখ অনুযায়ী অর্থাৎ ২.০৮.১৯৯৮ থেকে ১.০৮.২০০৩ তারিখের মধ্যে যাদের জন্ম তারা আবেদন করতে পারবে। SC/ST প্রার্থীরা ৫ বছর এবং Ex-Serviceman/OBC প্রার্থীরা ৩ বছরের বয়সের ছাড় পাবে।
শূন্যপদ
দেশজুড়ে মোট আটটি সরকারি সংস্থায় 25271 জন কনস্টেবল নিয়োগ করা হবে। এর মধ্যে ছেলেদের জন্য 22424 টি পদ আছে এবং মেয়েদের জন্য 2847 টি পদ আছে। সংস্থা অনুযায়ী শূন্যপদের বিন্যাস –
ছেলেদের জন্য –
পদের নাম | শূন্যপদ |
---|---|
BSF | ৬৪১৩ |
CISF | ৭৬১০ |
CRPF | ০ |
SSB | ৩৮০৬ |
ITBP | ১২১৬ |
AR | ৩১৮৫ |
NIA | ০ |
SSF | ১৯৪ |
Total | ২২,৪২৪ |
মেয়েদের জন্য –
পদের নাম | শূন্যপদ |
---|---|
BSF | ১১৩২ |
CISF | ৮৫৪ |
CRPF | ০ |
SSB | ০ |
ITBP | ২১৫ |
AR | ৬০০ |
NIA | ০ |
SSF | ৪৬ |
Total | ২৮৪৭ |
আবেদন পদ্ধতি
কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে (https://ssc.nic.in/) গিয়ে অনলাইনে আবেদন করা যাবে। নতুন প্রার্থীদের প্রথমে “Register Now” অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সাথে সাথে ইমেইলের (Email) মাধ্যমে রেজিস্ট্রেশন নম্বর পাওয়া যাবে, সেই রেজিস্ট্রেশন নম্বর দিয়েই লগইন (Log-In) করে এই নোটিশে আবেদন করতে হবে। যাদের রেজিস্ট্রেশন করা আছে তাদের আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না।
আবেদন মূল্য – General / OBC প্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদন মূল্য রাখা হয়েছে। SC/ST/PWD এবং মহিলা প্রার্থীদের কোন আবেদন মূল্য দিতে হবে না।
আবেদন পদ্ধতি বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন –
নিয়োগ পদ্ধতি
প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা, ফিজিক্যাল ফিটনেস, এবং মেডিকেল টেস্টের রেজাল্ট অনুযায়ী। প্রথমেই ১০০ নম্বরের একটি কম্পিউটার বেস টেস্ট নেওয়া হবে যার সময়সীমা থাকবে ৯০ মিনিট। এই পরীক্ষায় ১নম্বরের ১০০টি প্রশ্ন থাকবে এবং প্রশ্নগুলি দেওয়া হবে মোট চারটি বিষয় থেকে, সেগুলি হল –
বিষয় | প্রশ্ন | মোট নম্বর |
---|---|---|
রিসনিং | ২৫ | ২৫ |
জেনারেল নলেজ | ২৫ | ২৫ |
অংক | ২৫ | ২৫ |
ইংলিশ/হিন্দি | ২৫ | ২৫ |
Total | ১০০ | ১০০ |
যেহেতু এটি একটি কনস্টেবল নিয়োগের নোটিশ সেহেতু ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট নেওয়া হবে। এই পরীক্ষায় লাদাখ বাসী ছেলেদের ২৪ মিনিটে ৫ কিলোমিটার দৌড়াতে হবে এবং লাদাখ বাসী ছাড়া অন্যান্য রাজ্যের ছেলেদের ৪ মিনিট ৩০ সেকেন্ডে ১.৬ কিলোমিটার দৌড়াতে হবে। মেয়েদের ৪ মিনিটে ৮০০ মিটার দৌড়াতে হবে এবং লাদাখ বাসী মহিলাদের ৬ মিনিট ৩০ সেকেন্ডে ১.৬ কিলোমিটার দৌড়াতে হবে।
নিয়োগ প্রক্রিয়ার তৃতীয় ধাপে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে যেখানে ছেলেদের ১৭০ সেন্টিমিটার এবং মেয়েদের ১৫৭ সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে। এর সাথে ছেলেদের ছাতির আয়তন হতে হবে ৮০ সেন্টিমিটার এবং with expansion ৮৫ সেন্টিমিটার হতে হবে। কিছু প্রার্থীরা এই উচ্চতা এবং ছাতির আয়তনের ছাড় পাবে, সেগুলি নিচে বলে দেওয়া হল –

প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিশ | ক্লিক করুন |
অফিসিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
Apply Here | ক্লিক করুন |
বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।
I am interst
অফিসিয়াল ওয়েবসাইট এর লিংক দেয়া আছে আবেদন করে নিন।