পশ্চিমবঙ্গ সরকারের অধীনে “Food and Supply Department” থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে একাধিক টেকনিকাল পদে নিয়োগ করা হচ্ছে। ১২ মাসের অস্থায়ী চুক্তিতে মোট পাঁচটি পদে নিয়োগ করা হচ্ছে, যে চুক্তি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর। পশ্চিমবঙ্গের ২৩টি জেলার ছাত্রছাত্রীরা এই নোটিশে আবেদন করতে পারবে। নোটিশটির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হল –

বিষয় তালিকা
Food and Supplies Department Recruitment 2021
প্রতিষ্ঠানের নাম | Food and Supplies Department |
পোষ্ট | ৫টি |
মোট শূন্যপদ | ৩৫টি |
নোটিশ নম্বর | 1239-FS/O/Sectt/IT-15/2011 |
আবেদন প্রকাশিত হয়েছে | ২৫.০৮.২০২১ |
আবেদন শুরু | ২৭.০৮.২০২১ |
আবেদন শেষ | ১৭.০৯.২০২১ |
Post Qualification (পদের ও শিক্ষাগত যোগ্যতা)
(১) সিনিয়র সফটওয়্যার ডেভেলপার
শিক্ষাগত যোগ্যতা – 1st Class নিয়ে MCA ডিগ্রি থাকলে অথবা 1st Class নিয়ে কম্পিউটার সাইন্স বিষয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করলে আবেদন করা যাবে। সাথে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন – ৩২,০০০ টাকা, শূন্যপদ – ৩টি
(২) ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর
শিক্ষাগত যোগ্যতা – আগের পদটির মতই 1st Class নিয়ে MCA ডিগ্রি থাকলে অথবা 1st Class নিয়ে কম্পিউটার সাইন্স বিষয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করলে আবেদন করা যাবে। সাথে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন – ৩২,০০০ টাকা, শূন্যপদ – ১টি
(৩) সফটওয়্যার ডেভলপার
শিক্ষাগত যোগ্যতা – 1st Class নিয়ে MCA ডিগ্রি থাকলে অথবা 1st Class নিয়ে কম্পিউটার সাইন্স বিষয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করলে আবেদন করা যাবে। কোনোরকম অভিজ্ঞতা চাওয়া হয়নি।
বেতন – ২৭,০০০ টাকা, শূন্যপদ – ২টি
(৪) টেকনিক্যাল সাপোর্ট
শিক্ষাগত যোগ্যতা – 1st Class নিয়ে MCA ডিগ্রি থাকলে অথবা 1st Class নিয়ে কম্পিউটার সাইন্স বিষয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করলে আবেদন করা যাবে। ন্যূনতম ৬ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। প্রার্থীদের data analytics, UI expert, UI designer, Database Management, MIS and reports, Network Administration, Networking ইত্যাদি বিষয়ে জ্ঞান থাকতে হবে।
বেতন – ৪০,০০০ টাকা, শূন্যপদ – ২৮টি
(৫) প্রজেক্ট ম্যানেজার
শিক্ষাগত যোগ্যতা – 1st Class নিয়ে কম্পিউটার সাইন্স বিষয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করলে আবেদন করা যাবে। সঙ্গে ন্যূনতম ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন – ১,০০,০০০ টাকা, শূন্যপদ – ১টি
Age Limit (বয়সসীমা)
প্রজেক্ট ম্যানেজার পদের জন্য বয়সসীমা রাখা হয়েছে ১৮ থেকে ৪৫ বছর পর্যন্ত এবং বাকি পদের জন্য বয়সসীমা রাখা হয়েছে ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত।
How to Apply (আবেদন পদ্ধতি)
পশ্চিমবঙ্গ ফুড কর্পোরেশন-এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করা যাবে। ওয়েবসাইটের Recruitment’ অপশনে ক্লিক করলে আবেদন করার লিঙ্ক পাওয়া যাবে। প্রার্থীদের সুবিধার্থে অফিশিয়াল ওয়েবসাইটটির লিংক নিচে দেওয়া হল।
Application fees (আবেদন মূল্য) – কোন আবেদন মূল্য চাওয়া হয়নি, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করা যাবে।
Selection Process (নিয়োগ পদ্ধতি)
প্রথমে আবেদনপত্র দেখে প্রার্থী বাছাই করা হবে। প্রার্থী বাছাই করা হবে প্রার্থীর একাডেমিক নম্বর এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে। বাছাই করা প্রার্থীদের স্কিল টেস্ট-এর জন্য ডাকা হবে। স্কিল টেস্টে মূলত Coding-এর পরীক্ষা নেওয়া হবে। এই স্কিল টেস্টে উত্তীর্ণ হলে প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউ দেওয়ার দিন প্রার্থীকে কিছু জরুরী ডকুমেন্ট নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, সেগুলি হল-
(১) জন্ম সার্টিফিকেট
(২) ভোটার কার্ড অথবা পাসপোর্ট
(৩) মার্কশিট
(৪) অভিজ্ঞতার প্রমাণপত্র
Important Links (প্রয়োজনীয় লিঙ্ক)
বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।