“ক্রিয়েটিভ মিউজিয়াম ডিজাইন” দপ্তর থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে পশ্চিমবঙ্গের ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবে। “মিনিস্ট্রি অফ কালচার” এর দ্বারা এই প্রতিষ্ঠানটি প্রচলিত হয়। প্রতিষ্ঠানটি কলকাতাতে অবস্থিত তাই এই চাকরি গুলির পোষ্টিং কলকাতায় হবে। এক বছরের অস্থায়ী চুক্তিতে নিয়োগ করা হচ্ছে কিন্তু পরেই এই সময় বৃদ্ধি করার কথা বলা হয়েছে।
প্রতিষ্ঠানের নাম | ক্রিয়েটিভ মিউজিয়াম ডিজাইন |
পোষ্ট | ৬টি |
মোট শূন্যপদ | উল্লেখ নেই |
বেতন | ৬০,৯০০ |

আবেদন শুরু – ১৪.০৬.২০২১
আবেদন শেষ – ২৭.০৬.২০২১
বিষয় তালিকা
পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা
১) টেকনিশিয়ান- (ইলেকট্রনিক্স)
বেতন — ২৩,২০০
শূন্যপদ — উল্লেখ নেই
শিক্ষাগত যোগ্যতা — যেকোনো বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে, এর সাথে ইলেকট্রনিক্স নিয়ে ITI ডিগ্রি থাকতে হবে। যে কোন কোম্পানিতে এক বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়।
২) স্টেনোগ্রাফার
বেতন — ৩৩,৯০০
শূন্যপদ — উল্লেখ নেই
শিক্ষাগত যোগ্যতা — যেকোন শাখা থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে, এর সাথে স্টেনোগ্রাফি জানতে হবে। স্টেনোগ্রাফার স্পিড চাই ৮০ WPM।
৩) এক্সিবিশন অ্যাসিস্ট্যান্ট
বেতন — ৩৩,৯০০
শূন্যপদ — উল্লেখ নেই
শিক্ষাগত যোগ্যতা –ভিজুয়াল আর্ট, ফাইন আর্ট, ডিজাইন শাখাতে গ্রাজুয়েশন পাশ করলে আবেদন করা যাবে। ন্যূনতম দু বছরের এক্সপেরিয়েন্স চাই। যারা এই বছরই পাস করেছে তারা আবেদন করতে পারবে।
৪) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
বেতন — ৩৩,৯০০
শূন্যপদ — উল্লেখ নেই
শিক্ষাগত যোগ্যতা — সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে তিন বছরের ডিপ্লোমা পাশ করলেই আবেদন করা যাবে। ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা চাই।
৫) ফাইন্যান্স অফিসার
বেতন — ৬০,৯০০
শূন্যপদ — উল্লেখ নেই
শিক্ষাগত যোগ্যতা — M.COM, CMA, CA ডিগ্রী থাকলেই আবেদন করা যাবে। ন্যূনতম 12 বছরের অভিজ্ঞতা চাই।
৬) প্রোডাকশন এন্ড ডিজাইন এক্সিকিউটিভ
বেতন — ৬০,৯০০
শূন্যপদ — উল্লেখ নেই
শিক্ষাগত যোগ্যতা — যেকোন শাখা থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করলেই আবেদন করা যাবে। ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা চাই। ইঞ্জিনিয়ারিং এর মাস্টার ডিগ্রী থাকলে প্রাধান্য বেশি দেওয়া হবে।
বয়সসীমা
ফাইনান্সিয়াল অফিসার পদের জন্য বয়সসীমা রাখা হয়েছে 45 বছর পর্যন্ত। বাকি সব পদের জন্য বয়সসীমা রাখা হয়েছে 30 বছর পর্যন্ত। কোনরকম বয়সের ছাড় নেই।
আবেদন পদ্ধতি
cmdncsm.in অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে “Career” অপশনে ক্লিক করে আবেদন করা যাবে। আলাদা আলাদা পোষ্টের জন্য আলাদা আলাদা অপশন দেওয়া হয়েছে, যে পোষ্টে আবেদন করতে ইচ্ছুক হবেন সেই পোষ্টের অপশনে ক্লিক করে আবেদন করতে পারবেন। প্রথমে “রেজিস্ট্রেশন” করতে হবে তারপরে সেই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে “Log-In” করে করা যাবে।
আবেদন করার সময় এই নির্দেশিকা গুলো মেনে চলতে হবে —

আবেদন মূল্য
কোন আবেদন মূল্য লাগবেনা, সম্পূর্ণ বিনামূল্যে আবেদনটি করা যাবে।
নিয়োগ পদ্ধতি
ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। স্টেনোগ্রাফার পদের জন্য স্কিল টেস্ট নেওয়া হবে, যেই স্কিল টেস্ট 10 মিনিটের দিকটেশন দেওয়া হবে আর ট্রান্সক্রিপশনের সময় দেওয়া হবে 50 মিনিট। বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে বলা হয়েছে।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিশ | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
Apply Here | Click Here |
বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি এর ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।