পশ্চিমবঙ্গ সরকারি চাকরির প্রার্থীদের জন্য সুখবর। “কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ” (Council of Scientific & Industrial Research) এর অন্তর্গত “সেন্ট্রাল গ্লাস এন্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট” (CENTRAL GLASS & CERAMIC RESEARCH INSTITUTE) এর তরফ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি বের করা হয়েছে যেখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। প্রতিষ্ঠানটি কলকাতায় অবস্থিত তাই যাবতীয় নিয়োগ প্রক্রিয়া কলকাতাতেই সংগঠিত করা হবে। নোটিশটির ব্যাপারে বিস্তারিত জেনে নিন-
প্রতিষ্ঠানের নাম | Central glass and ceramic research institute |
পোষ্ট | ৪টি |
মোট শূন্যপদ | ১৮টি |

নোটিশ নম্বর – 01/2021
আবেদন প্রকাশিত হয়েছে – ১.০৭.২০২১
আবেদন শুরু – ১.০৭.২০২১
আবেদন শেষ – ১৫.০৮.২০২১
পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা
১) জুনিয়র স্টেনোগ্রাফার
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে। সাথে স্টেনোগ্রাফি/শর্টহ্যান্ড জানতে হবে, এবং পদটিতে কাজ করার জন্য টাইপিং জানা অত্যন্ত জরুরী।
শূন্যপদ – ৫টি(UR-৪, SC-১)
বেতন – ৩৮,০০০/- (Pay Level-4)
২) জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (General)
শিক্ষাগত যোগ্যতা -যেকোনো বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে। সাথে টাইপিং স্পিড চাওয়া হয়েছে- ইংরেজিতে ৩৫ WPM অথবা হিন্দিতে ৩০ WPM।
শূন্যপদ – ৭টি(UR-৫, SC-১, OBC-১)
বেতন – ৩০,০০০/- (Pay Level-2)
৩) জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (F&A)
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে। সাথে টাইপিং স্পিড চাওয়া হয়েছে- ইংরেজিতে ৩৫ WPM অথবা হিন্দিতে ৩০ WPM।
শূন্যপদ – ৩টি(UR-৩)
বেতন – ৩০,০০০/- (Pay Level-2)
৪) জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (Stores & Purchase)
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে। সাথে টাইপিং স্পিড চাওয়া হয়েছে- ইংরেজিতে ৩৫ WPM অথবা হিন্দিতে ৩০ WPM।
শূন্যপদ – ৩টি(UR-৩)
বেতন – ৩০,০০০/- (Pay Level-2)
বয়সসীমা
জুনিয়ার স্টেনোগ্রাফার পদের জন্য বয়সসীমা রাখা হয়েছে ২৭ বছর পর্যন্ত এবং বাকি পোস্টগুলি বয়সসীমা ২৮ বছর পর্যন্ত রাখা হয়েছে। SC/ST প্রার্থীদের জন্য পাঁচ-বছর এবং OBC তোদের জন্য তিন-বছরের বয়সের ছাড় রাখা হয়েছে।
আবেদন পদ্ধতি
CSIR-CGCRI এর অফিশিয়াল ওয়েবসাইটে (www.cgcri.res.in) গিয়ে আবেদন করা যাবে। প্রথমে আবেদন রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য এই ওয়েবসাইটে গিয়ে “APPLY ONLINE” অপশনে ক্লিক করে “Click here for New Registration” অপশন এ ক্লিক করে প্রাথীর নাম, ফোন নম্বর, email-id ইত্যাদি নথিভুক্ত করতে হবে। এরপরে আবেদন মূল্য দিতে হবে তারপরে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন মূল্য– General/OBC প্রার্থীদের জন্য আবেদন মূল্য রাখা হয়েছে ১০০ টাকা, যেটি নেট ব্যাঙ্কিং/ ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পাঠানো যাবে। SC/ST/PWD এবং মহিলা প্রার্থীদের জন্য কোন আবেদন মূল্য রাখা হয়নি।
নিয়োগ পদ্ধতি
আবেদনকারী প্রার্থীদের প্রথমে একটি পরীক্ষার জন্য ডাকা হবে। পরীক্ষাটিতে দুটি পেপার থাকবে। প্রথম পেপারে মেন্টাল এবিলিটি টেস্ট এবং দ্বিতীয় পেপারে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল ল্যাঙ্গুয়েজ এর প্রশ্ন দেওয়া হবে। পরীক্ষাটির প্রশ্ন হবে ইংরেজি এবং হিন্দিতে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে স্কিল-টেস্ট এর জন্য ডাকা হবে। জুনিয়ার স্টেনোগ্রাফার পদের জন্য শর্টহ্যান্ড ও টাইপিং এর টেস্ট নেওয়া হবে এবং বাকি পদের জন্য শুধুমাত্র টাইপিং টেস্ট নেওয়া হবে।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিশ | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |