রামপুরহাট ডিস্ট্রিক্ট হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে একাধিক পদে নিয়োগ করা হবে। সম্পূর্ণ অস্থায়ী চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হচ্ছে। বিস্তারিত জেনে নিন

প্রতিষ্ঠানের নামডিস্ট্রিক হেলথ & ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি
পোষ্ট৫টি
মোট শূন্যপদ৭টি
সরকারি হাসপাতালে বিভিন্ন পদে নিয়োগ ২০২১

নোটিশ নম্বর – DHFWS/RPH/DPMU/৬১৩৯

আবেদন শুরু – ২৪.০৬.২০২১

আবেদন শেষ – ১৩.০৭.২০২১

আবেদন মূল্য পাঠানোর শেষ – ১৩.০৭.২০২১

পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা

১) ডিস্ট্রিক্ট PMDT & TB/HIV কো-অর্ডিনেটর

বেতন – ২৬,০০০

শূন্যপদ – ১টি (UR-১)

শিক্ষাগত যোগ্যতা – যেকোন শাখা থেকে গ্রাজুয়েশন পাশ করলেই আবেদন করা যাবে, সাথে কম্পিউটার সার্টিফিকেট(Basic Computer Certificate) ও ড্রাইভিং লাইসেন্স(Driving License) থাকতে হবে। যাদের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনে ন্যূনতম 50% নম্বর আছে তারাই শুধু আবেদন করতে পারবে।

NTEP 2 বছর অথবা “হেলথ প্রোগ্রাম ইন সার্ভের” ক্যাপাসিটিতে পাঁচ-বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।

২) টিউবারকুলোসিস হেলথ ভিজিটর

বেতন – ১৮,০০০

শূন্যপদ – ১টি 

শিক্ষাগত যোগ্যতা – যেকোন শাখা থেকে গ্রাজুয়েশন পাশ করলে অথবা উচ্চ মাধ্যমিক পাশ করে MPW/LHV/ANM/Health Worker-এর সার্টিফিকেট থাকলে আবেদন করা যাবে। এছাড়া “টিউবারকুলোসিস ভিজিটর”-এর সার্টিফিকেট থাকলেও এই পদে আবেদন করা যাবে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনে যাদের ন্যূনতম 50% নম্বর আছে তারাই শুধু আবেদন করতে পারবে।

৩) জেনারেল ডিউটি মেডিকেল অফিসার

বেতন – ৬০,০০০

শূন্যপদ – ১টি

শিক্ষাগত যোগ্যতা – MBBS ডিগ্রী থাকলে আবেদন করা যাবে।

৪) সাইকিয়াট্রিক নার্স/কমিউনিটি নার্স

বেতন – ২৮,০০০/২৫,০০০

শূন্যপদ – ১টি 

শিক্ষাগত যোগ্যতা – সাইকিয়াট্রিক নার্স এর জন্য সাইকোটিক নার্সিং-এ বি.এস.সি(BSC) ডিগ্রী অথবা সাইক্রেটিক নার্স-এ এম.এস.সি(MSC) ডিগ্রী থাকলে আবেদন করা যাবে।

এবং, কমিউনিটি নার্সিং এর জন্য পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল থেকে জি.এন.এম(GNM) সার্টিফিকেট থাকলে আবেদন করা যাবে।

৫) স্টাফ নার্স

বেতন – ২৫,০০০

শূন্যপদ – ২টি 

শিক্ষাগত যোগ্যতা – বিএসসি(BSC) নার্সিং ট্রেনিং থাকলে আবেদন করা যাবে। এছাড়া স্থানীয় ভাষায় কথা বলতে লিখতে জানতে হবে।

বয়সসীমা

১) ডিস্ট্রিক্ট PMDT & TB/HIV কো-অর্ডিনেটর – এই পদের জন্য 22 থেকে 40 বছরের মধ্যে বয়স সীমা রাখা হয়েছে।

২) টিউবারকুলোসিস হেলথ ভিজিটর – এই পদের জন্য 22 থেকে 40 বছরের মধ্যে বয়স সীমা রাখা হয়েছে।

৩) জেনারেল ডিউটি মেডিকেল অফিসার – 62 বছর নিচে যাদের বয়স তারা আবেদন করতে পারবেন।

৪) সাইকিয়াট্রিক নার্স/কমিউনিটি নার্স – এই পদের জন্য বয়সসীমা রাখা হয়েছে 40 বছর পর্যন্ত।

৫) স্টাফ নার্স – এই পদের জন্য বয়সসীমা রাখা হয়েছে 64 বছর পর্যন্ত।

আবেদন পদ্ধতি

আবেদনটি অফলাইনে(Offline) ফর্ম ফিলাপ করে করতে হবে, প্রার্থীদের সুবিধার্থে ফর্মটি নিচে দেওয়া আছে। আবেদনটি ইন্ডিয়ান পোস্ট মাধ্যমে পাঠানো যাবে এই ঠিকানায়- 

Office of the chief medical officer of health

Old outdoor campus, Kamarpotty more, Rampurhat

Dist.- Birbhum, Pin- 731224,W.B.

আবেদনের সাথে যে ডকুমেন্টগুলো পাঠাতে হবে সেগুলি হল- 

১) সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।

২) বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিক এডমিট কার্ড(Admit Card)।

৩) রেসিডেন্স Proof সার্টিফিকেট।

৪) কাস্ট সার্টিফিকেট।

৫) অভিজ্ঞতার সার্টিফিকেট।

৬) আবেদন মূল্যের প্রমাণপত্র(Demand Draft), ইত্যাদি

আবেদন মূল্য

জেনারেলদের আবেদন মূল্য 100 টাকা এবং SC/ST/OBC-দের জন্য 50 টাকা রাখা হয়েছে। Demand Draft অথবা NEFT এর মাধ্যমে আবেদন মূল্য দিতে হবে এবং তার রশিদ আবেদন পত্রের সঙ্গে পাঠাতে হবে।

নিয়োগ পদ্ধতি

আবেদনপত্র পাঠানোর পর যোগ্যতা অনুযায়ী প্রার্থী বাছাই করা হবে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ে মাধ্যমে নিয়োগ করা হবে। 

প্রার্থী বাছাইয়ের জন্য একাডেমিক নম্বরের বিশেষ গুরুত্ব আছে, অর্থাৎ এখানে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং গ্রাজুয়েশনের নম্বর দেখে প্রার্থী বাছাই করা হবে।বাছাই হওয়ার ক্ষেত্রে প্রার্থীর অভিজ্ঞতাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল নোটিশClick Here
Apply HereClick Here

City College থেকে B.Com পাশ করেছি। স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়ানোর অভিজ্ঞতা আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here