মিনিস্ট্রি অফ ইনফর্মেশন অন্ড ব্রডকাস্টিং এর অন্তর্গত একটি কোম্পানি, ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড-এর তরফ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে মোট ৯টি ভিন্ন পদে নিয়োগ করা হবে। কোম্পানিটি ভারতীয় কেন্দ্র সরকার দ্বারা অনুমোদিত। যেখানে গোটা দেশ সহ পশ্চিমবঙ্গের 23 টি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। সম্পূর্ণ অস্থায়ী চুক্তিতে নিয়োগ করা হচ্ছে, দিল্লির ন্যাশনাল কমিশন অফ হোমিওপ্যাথি অফিসে পোষ্টিং দেওয়া হবে। নোটিশটির ব্যাপারে বিস্তারিত জেনে নিন-
প্রতিষ্ঠানের নাম | Broadcast Engineering Consultants India Limited |
পোষ্ট | ৯টি |
মোট শূন্যপদ | ২০টি |

নোটিশ নম্বর | NO. 70 |
আবেদন প্রকাশিত হয়েছে | ২০.০৭.২০২১ |
আবেদন শুরু | ২০.০৭.২০২১ |
আবেদন শেষ | ০৯.০৮.২০২১ |
পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা
১) কনসালটেন্ট টেকনিক্যাল (হোমিওপ্যাথি)
শিক্ষাগত যোগ্যতা – M.D. ডিগ্রির সাথে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে।
বেতন – ৫০,০০০ , শূন্যপদ – ৩টি
২) কনসালটেন্ট (একাউন্টেন্ট)
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো সরকারি সংস্থা থেকে একাউন্টেন্ট অফিসার হিসাবে চাকরি করে থাকলে আবেদন করা যাবে।
বেতন – ৫০,০০০ , শূন্যপদ – ১টি
৩) কনসালটেন্ট (IT)
শিক্ষাগত যোগ্যতা – যেকোন শাখা থেকে ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অথবা MCA নিয়ে গ্রাজুয়েশন পাশ করলে আবেদন করা যাবে। সাথে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন – ৫০,০০০ , শূন্যপদ – ১টি
৪) লিগ্যাল অফিসার (কনসালটেন্ট)
শিক্ষাগত যোগ্যতা – আইন বিভাগ থেকে যে কোন বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাশ করলেই আবেদন করা যাবে। সাথে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন – ৫০,০০০ , শূন্যপদ – ১টি
৫) কনসালটেন্ট (অ্যাডমিনিস্ট্রেটিভ)
শিক্ষাগত যোগ্যতা – যেকোন শাখা থেকে গ্রাজুয়েশন পাশ করে ৮ বছরের অভিজ্ঞতা থাকলেই আবেদন করা যাবে।
বেতন – ৫০,০০০ , শূন্যপদ – ৩টি
৬) প্রাইভেট সেক্রেটারি
শিক্ষাগত যোগ্যতা – যেকোন শাখা থেকে গ্রাজুয়েশন পাশ করে ৮ বছরের অভিজ্ঞতা থাকলেই আবেদন করা যাবে।
বেতন – ৪৩,০০০ , শূন্যপদ – ১টি
৭) সিনিয়ার টেকনিক্যাল অফিসার
শিক্ষাগত যোগ্যতা – হোমিওপ্যাথিতে M.D ডিগ্রির সাথে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে।
বেতন – ৪০,০০০ , শূন্যপদ – ৫টি
৮) স্টেনোগ্রাফার
শিক্ষাগত যোগ্যতা – যেকোন শাখা থেকে গ্রাজুয়েশন পাশ করলেই আবেদন করা যাবে। সাথে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শর্টহ্যান্ড স্পিড চাওয়া হয়েছে ৮০ WPM এবং টাইপিং স্পিড চাওয়া হয়েছে ৩৫WPM।
বেতন – ৪০,০০০ , শূন্যপদ – ৩টি
৯) জুনিয়র টেকনিক্যাল অফিসার
শিক্ষাগত যোগ্যতা -হোমিওপ্যাথিতে M.D ডিগ্রির থাকলে আবেদন করা যাবে।
বেতন – ৩৫,০০০ , শূন্যপদ – ২টি
বয়সসীমা
নোটিশটিতে কোনরকম বয়সসীমার উল্লেখ নেই এবং কিছু কিছু পদের জন্য রিটায়ার্ড অফিসাররাও আবেদন করতে পারবে বলে জানানো হয়েছে। এক্ষেত্রে আন্দাজ করা যেতে পারে পদগুলির জন্য কোনরকম বয়সসীমা রাখা হয়নি শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। অফিশিয়াল ওয়েবসাইট www.becil.com অথবা becilregistration.com এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করা যাবে মোট ৭টি ধাপে। সেগুলি হল-
Step 1: Select Advertisement Number
Step 2: Enter Basic Details
Step 3: Enter Education Details/Work Experience
Step 4: Upload scanned Photo, Signature, Birth Certificate/ 10th Certificate, Caste Certificate Step 5: Application Preview or Modify
Step 6: Payment Online Mode (via credit card, Debit card, net banking, UPI etc.)
Step 7: Email your scanned documents to the Email Id mentioned in the last page of application form.
প্রার্থীদের নিজস্ব ই-মেইল আইডি থাকা বাধ্যতামূলক করা হয়েছে। আবেদনকারীকে নিজস্ব ফটো, নিজস্ব সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে। অন্যরকম অনুসন্ধানের জন্য [email protected] ও [email protected] এই ইমেইল আইডি দুটিতে ইমেইল অথবা 0120-4177860 এই নাম্বারে ফোন করতে পারেন।
আবেদন মূল্য – General/OBC/ Ex-servicemen এবং মহিলা প্রার্থীদের জন্য ৭৫০ টাকা আবেদন মূল্য রাখা হয়েছে এবং SC/ST/EWS/PH প্রার্থীদের জন্য ৪৫০ টাকা আবেদন মূল্য রাখা হয়েছে। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারে সে ক্ষেত্রে আলাদা প্রত্যেকটি আবেদনের জন্য ৫০০ টাকা দিতে হবে।
নিয়োগ পদ্ধতি
নিয়োগ পদ্ধতি সম্বন্ধে বিস্তারিত কিছু বলা হয়নি কিন্তু আগের নিয়োগের থেকে আন্দাজ করা যায় বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল নোটিশ | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
Apply Here | Click Here |
বিঃদ্রঃ উপরের সমস্ত তথ্যগুলি ‘Official Notice’-এর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।