হোটেল ম্যানেজমেন্ট ক্যারিয়ার গড়বেন কি করে? জেনে নিন...
CareerBangla.in
এখনকার দিনে খুব জনপ্রিয় একটি প্রফেশন এই হোটেল ম্যানেজমেন্ট
যার মাধ্যমে সরকারি ও বেসরকারি চাকরির সুযোগ পাওয়া যায়
বিভিন্ন হোটেল চালানোর জন্য প্রচুর কর্মীর প্রয়োজন। এক তারা হোটেল থেকে শুরু করে পাঁচ তারা হোটেল গুলির দেখাশোনা করার জন্য হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং-এর প্রয়োজন হয়। এই ট্রেনিং-এ শেখানো হয় কি ভাবে হোটেলের বিভিন্ন বিভাগে কাজ হয়।
হোটেল ম্যানেজমেন্ট কি?
কত ধরণের কোর্স হয়?
ডিপ্লোমা (এক বছরের কোর্স)
গ্রাজুয়েশন (৩ বছরের কোর্স)
মাস্টার্স (PHD বলা যেতে পারে)
Post গ্রাজুয়েশন (২ বছরের কোর্স)
1.
2.
3.
4.
এই সব কোর্সের অধীনে বিভিন্ন বিভাগে কোর্স করা যায় যেমন, হাউস কিপিং, রিপ্রেসেডটিটিভ, কুক ইত্যাদি
এই ক্যারিয়ার-এ আয় কেমন ?
আয় নির্ভর করে কোর্স এবং কোম্পানির উপর। সরকারি চাকরির থেকে বেসরকারি চাকরিতে বেশি বেতন পাওয়া যায়। প্রতিমাসে 15,000 টাকা থেকে লক্ষাধিক টাকা আয় করা যেতে পারে এই ক্যারিয়ার-এর মাধ্যমে।