বাঁকুড়া জেলার ছেলে সৌম্যদীপ হালদার NEET 2021-তে দেশের মধ্যে 19 নম্বর স্থান অর্জন করলেন
NEET পরীক্ষাটি দেশের নামকরা ডাক্তারি কলেজে ভর্তি হওয়ার জন্যে দিতে হয়
2019 সালের মাধ্যমিক দেয় এবং ৯৫% নম্বর নিয়ে পাশ করে
এরপর এই বছরে NEET পরীক্ষার সঙ্গে উচ্চমাধ্যমিক পাশ করেন ৯৫.৬ নম্বর নিয়ে
NEET 2021 পরীক্ষায় 715 নম্বর পেয়ে 19 নম্বর স্থান অর্জন করেছেন
পরিবারে ওষুধ ব্যাবসার সঙ্গে যুক্ত থাকায় ছোট থেকেই ডাক্তারের সঙ্গে অনুপ্রেরণা পায় ডাক্তার হওয়ার
ক্লিক করুন
ভবিষ্যতে
রেডিওলজি
নিয়ে পড়াশোনা করতে চায় সৌম্যদীপ
সমস্ত রকম ট্রেনিং, চাকরির খবর, স্কলারশিপ-এর খোঁজ পেতে আমাদের Website-এ নজর রাখুন
CareerBangla.in
Next Story