উচ্চমাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারে চাকরি

জেনে নিন প্রতিবছর কেন্দ্রীয় সরকারের অধীনে উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য কোন কোন চাকরির ফর্ম বেরিয়ে থাকে

ভারতীয় বিমানবাহিনী X & Y পদ

দুটি বিভাগেই প্রতিবছর দুবার ফর্ম বেরিয়ে থাকে, X গ্রুপে টেকনিকাল পদ এবং Y গ্রুপে নন-টেকনিকাল পদ আবেদন করা যায়।

SSC CHSL

Staff Selection Commission-এর তরফ থেকে কেন্দ্রীয় সরকারের একাধিক দপ্তরে ক্লার্ক নিয়োগের জন্য এই পরীক্ষার ফর্ম বেরিয়ে থাকে 

DSSSB Clerical Post

কেন্দ্রীয় সরকারের অধীনে এই দপ্তরটির বিভিন্ন ক্লার্ক নিয়োগের জন্য প্রতিবছর ফর্ম বের হয়

কেন্দ্রীয় আর্ম পুলিশ

কেন্দ্রীয় সরকারের অধীনে প্রতিবছর ৫টি পদে গোটা দেশ থেকে প্রচুর কর্মী নিয়োগ করা হয়

Delhi Development Authority

এই দপ্তরের ক্লার্ক নিয়োগের জন্য প্রতিবছর গোটা দেশ জুড়ে কর্মী নিয়োগের জন্য ফর্ম বের করা হয়

SSC স্টেনোগ্রাফার

স্টেনোগ্রাফি জানা প্রার্থীদের জন্য এটি সবথেকে ভালো সুযোগ কেন্দ্রীয় সরকারে চাকরি করার। প্রতিবছর এই পরীক্ষাটি হয়ে থাকে

UPSC NDA নিয়োগ

কেন্দ্রীয় সেনাবাহিনীর অফিসার পদে নিয়োগের জন্য এই পরীক্ষাটি প্রতিবছর দুবার হয়ে থাকে। মোটা বেতনের জন্য খুব জনপ্রিয় এই পরীক্ষা

এছাড়াও প্রয়োজন অনুযায়ী কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগের ফর্ম বেরিয়ে থাকে

এই ফর্মগুলি প্রতিবছরই বেড়োয়