রাজ্যে রূপসী প্রকল্প নতুন কার্যসিদ্ধির জন্য একাধিক কর্মী নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে কোচবিহার জেলার সরকার। কোচবিহার জেলায় এই চাকরিটির পোষ্টিং হবে যেখানে কোচবিহারের বাসিন্দারা আবেদন করতে পারবে।
দপ্তরের নাম | কোচবিহারের ডিস্ট্রিক্ট ইউনিট |
পোষ্ট | ১টি |
মোট শূন্যপদ | ৩টি |
বেতন | ১১,০০০ |

নোটিশ নম্বর – DM/Estb/03 of 2021
আবেদন শুরুঃ – ১৪.০৬.২০২১
আবেদন শেষ – ৩০.০৬.২০২১
বিষয় তালিকা
পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা
ডাটা এন্ট্রি অপারেটর
শূন্যপদ– ৩টি
বেতন – ১১,০০০
শিক্ষাগত যোগ্যতা – যেকোন শাখা থেকে গ্র্যাজুয়েট পাশ করলেই এই পদের জন্য আবেদন করা যাবে। এর সাথে কম্পিউটার জানতে হবে (MS OFFICE)। পার্থীর Typing speed ৩০ WPM হতে হবে। এছাড়া একবছর যেকোনো দপ্তরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের কোচবিহারের বাসিন্দা হতে হবে।
বয়সসীমা
40 বছরের নিচে বয়স হলেই এ পদে আবেদন করা যাবে। SC/ST প্রার্থীরা পাঁচ বছর এবং OBC প্রার্থীরা তিন বছর বয়সে ছাড় পাবে।
আবেদন পদ্ধতি
www.coochbehar.nic.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম ডাউনলোড করে সেটি ফিলাপ করে তার সাথে এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, বয়সের প্রমাণের সার্টিফিকেট,কাস্ট সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট স্ক্যান করে একটি সিঙ্গেল পিডিএফ বানিয়ে [email protected] ই-মেইলে পাঠাতে হবে। কোনরকম আবেদন মূল্য লাগবেনা, সম্পূর্ণ বিনামূল্যে এই নোটিশে আবেদন করা যাবে।
নিয়োগ পদ্ধতি
আবেদনকারী প্রার্থীদের শর্টলিস্ট করা হবে লিখিত পরীক্ষার জন্য। পরীক্ষার তারিখ বলে দেয়া হবে কোচবিহারের ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে। এই পদটি একটি অস্থায়ী পদ, কত দিনের জন্য নিয়োগ করা হচ্ছে তা বলা হয়নি।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল নোটিশ | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |